ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম লেখাতে চায় বাফুফে

ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম লেখাতে চায় বাফুফে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। শুধু মাঠেই নয় ভার্চুয়াল জগতেও ফুটবল অন্যতম আকর্ষণীয় খেলা। ফিফা গেম অ্যাপে অনেক তরুণ ও ফুটবলপ্রেমীরা নিজেদের পছন্দের দল নিয়ে খেলে থাকেন। ফিফা গেম অ্যাপে বাফুফে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তির চেষ্টা করছে।

ফিফা গেমে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে খেলে থাকেন। বাংলাদেশেও অনেক তরুণ খুব আগ্রহ নিয়ে এই খেলা খেলেন। ফিফা গেমে এখনো বাংলাদেশ নিবন্ধিত নয় এবং বাংলাদেশি খেলোয়াড়দের প্রোফাইলও নেই। বাফুফে সভাপতি এ নিয়ে কাজ করতে চান, ‘এটা এখন আসলে আমাদের দায়িত্ব ফিফা গেম অ্যাপে বাংলাদেশের নাম অন্তর্ভুক্তি হওয়া। যেন ফুটবল সমর্থকরা বাংলাদেশ নিয়েই অন্য দেশের কারো সঙ্গে অনলাইনে খেলতে পারে।’

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টস খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। অলিম্পিক সহ অনেক গুরুত্বপূর্ণ গেমসে ই-স্পোর্টস রয়েছে। ই-স্পোর্টসে অনেক শাখা রয়েছে। বাফুফে ফুটবল নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ‘সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাফুফে সবার আগেই ফুটবল নিয়ে কাজ শুরু করছে।’

চলতি বছর ডিসেম্বরে সৌদি আরবের রিয়াদে ই-ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাবিথ আউয়ালের আশা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্বে, ‘আগস্ট ও সেপ্টেম্বরে ই ফুটবল বাছাই অনুষ্ঠিত হবে। সেখান থেকে জয়ীরা আগামী অক্টোবর-নভেম্বরে রিজিওনাল পর্যায়ে খেলবে। ওখানে যদি ভালো করতে পারে তাহলে সৌদি আরবের রিয়াদে বিশ্বকাপে খেলবে।’

২৬ অক্টোবর তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের কমিটি দায়িত্ব গ্রহণ করে। এক বছরের মধ্যে ফুটসাল, ই-ফুটবলের মাধ্যমে নতুনত্ব আনছে। এটা খানিকটা কৃত্তিত্ব ও আধুনিকতার প্রয়াস হলেও স্ট্যান্ডার্ড ফুটবলে জুনিয়র লিগ, মাঠের উন্নয়ন নিয়েও আরো গুরুত্ব দিয়ে কাজ করা প্রয়োজন বলে মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা।