গেল মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির জালে এক হালি গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল টটেনহ্যাম। নতুন মৌসুমেও সেই ধারা ধরে রাখল লিলিহোয়াইটরা। ব্রেনান জনসন আর জোয়াও পালিনিয়ার গোলে এবার সিটিজেনদের ২-০ ব্যবধানে হারিয়েছে উত্তর লন্ডনের দলটি।
টটেনহ্যামের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৫ মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন জনসন। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) গোলের সিদ্ধান্ত দেন।