ম্যানচেস্টার সিটি বনাম টটেনহ্যাম

ঘরের মাঠে টটেনহ্যামের কাছে হারল গার্দিওলার সিটি

উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৪-০ গোলে বড় জয়ে প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেল পেপ গার্দিওলার শিষ্যরা। ঘরের মাঠে হেরে গেছে টটেনহ্যাম হটস্পারের কাছে।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ২-০ গোলে হেরে যায় স্বাগতিক দল। সফরকারীদের হয়ে গোল দুটি করেছেন ব্রেনান জনসন ও জোয়াও প্যালিনহা।

ম্যাচজুড়ে বল দখলেও সিটি দাপট দেখালেও হার এড়াতে পারেনি। শুরু থেকেই দুদলই আক্রমনাত্মক ফুটবল খেলে। ৩৫ মিনিটে স্পার্সদের এগিয়ে নেন ব্রেনান। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন পালিনহা।

২-০ তে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে টটেনহ্যাম। ৬০ শতাংশের বেশি বল পায় রেখেও জালের দেখা পায়নি সিটিজেনরা। একের পর এক আক্রমণ চালালেও কোন সুযোগ তৈরি করতে পারেননি আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা। শেষ অবধি ব্যবধান অক্ষুন্ন রেখে মাঠ ছাড়ে টটেনহ্যাম।

দুই ম্যাচের দুটিতে জিতে পয়ন্টে টেবিলের শীর্ষে টটেনহ্যাম। শনিবার ঘরের মাঠে তাদের তৃতীয় ম্যাচ বোর্নমাউথের বিপক্ষে। সমান ম্যাচ খেলে একটি করে জয় ও হারে পাঁচে সিটি। রোববার ব্রাইটনের মাঠে নামবে নিজেদের তৃতীয় ম্যাচে নামবে ম্যানচেস্টার সিটি।

দিনের আরেক ম্যাচে ওয়েস্টহামকে ৫-১ গোলে হারিয়েছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজদের হয়ে গোল করেছেন জোয়াও পেদ্রো, পেদ্রো নেটো, এঞ্জো ফের্নান্দেজ, ময়েসেস কাইসেদো ট্রেভহ ছালোভা। ওয়েস্টহামের হয়ে একমাত্র গোলটি করেন লুকাস পাকুয়েতা।