তিনটার দিকে নেপাল থেকে ফিরবে জাতীয় দল: আইএসপিআর

তিনটার দিকে নেপাল থেকে ফিরবে জাতীয় দল: আইএসপিআর

নেপালে সরকার বিরোধী বিক্ষোভের কারণে ফিফার প্রীতি ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল সেদেশে আটকা পড়েছিল। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে আসবে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিমানযোগে আজ ১১ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক দুপুর তিনটার দিকে নেপাল থেকে বাংলাদেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।’

নেপালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি বেলা ১১.৫৩ মিনিটে ঢাকা ছেড়েছে।

আইএসপিআরের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ফেডারেশন লিখেছে, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু বিমানবন্দরে নিরাপদে আছে, দেশে ফেরার জন্য প্রস্তুত।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কাঠমান্ডুর দূতাবাস সম্মিলিত প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছিলো জাতীয় দলকে দেশে ফেরাতে। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভারেজ করতে যাওয়া বিভিন্ন টিভি ও পত্রিকার সাংবাদিকরাও আজ ফেরার সুযোগ পাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোল শূন্য ড্র হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও আন্দোলনের কারণে সেটি বাতিল হয়ে যায়।