আগামী নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে ভারতে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচে তাদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। এই ম্যাচ যেন এক জ্যাকপট হয়ে এসেছে লিওনেল মেসিদের জন্য। ভারতের কেরালায় অনুষ্ঠিতব্য এই ম্যাচ খেলে মোটা অঙ্কের টাকা পাবে আলবিসেলেস্তেরা।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, ভারতে মাত্র এক ম্যাচ খেলেই ১৩০ কোটি রুপি নেবে আর্জেন্টিনা, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৮১ কোটি টাকা।