লিওনেল মেসি,Ei Samay,

চোট সারিয়ে দুরন্ত কামব্যাক, মেসির জোড়া গোলে ফাইনালে ইন্টার মায়ামি

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। লিগস কাপের নক আউট পর্বের দুই ম্যাচে তাঁকে ছাড়াই নামতে বাধ্য হয়েছিল ইন্টার মায়ামি। তবে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ফিরলেন মেসি। আর ফিরলেন একেবারেই স্বমহিমায়। মাত্র দুই-তিন দিনের অনুশীলনের পরেই জোড়া গোল করলেন সেমিতে। মেসির পারফরম্যান্সে ভর করেই অরল্যান্ডো সিটির বিরুদ্ধে পিছিয়ে থেকেও কামব্যাক করল মায়ামি। ৩-১ গোলে অরল্যান্ডো সিটিকে হারিয়ে লিগস কাপের ফাইনালে পৌঁছে গেল ইন্টার মায়ামি। এখন স্বপ্ন ট্রফি জয়ের।

কী হয়েছে লিগস কাপের ম্যাচে?

এই ম্যাচে পূর্ণ শক্তির দল নামায় ইন্টার মায়ামি। প্রথম একাদশে ছিলেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, রদ্রিগো দে পল, সের্গিও বুস্কেতসরা। তা সত্ত্বেও প্রথমার্ধে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ৪৫ মিনিটের মাথায় অরল্যান্ডো সিটিকে লিড এনে দেন মার্কো পাসালিচ। ম্যাচে ফেরার চেষ্টা চালালেও গোল আসছিল না। তবে ম্যাচের মোড় ঘোরে ৭৫ মিনিটে অরল্যান্ডোর ডেভিড ব্রেকালো লাল কার্ড দেখায়। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি লিওনেল মেসি।

MESSI MIGHT'VE JUST WON IT. WOWOWOWOW. pic.twitter.com/r3ZUYugpz5

৮৮ মিনিটে ফের মেসি ম্যাজিক। তিন ডিফেন্ডারের মধ্যে দিয়ে বল নিয়ে বেরিয়ে যান মেসি। ওয়ান-টু খেলেন জর্দি আলবার সঙ্গে। অবশেষে গোলকিপারের নাগাল এড়িয়ে বল জড়িয়ে দেন জালে। এই গোলের পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন ইন্টার মায়ামির ফুটবলাররা। ইনজুরি টাইমে তৃতীয় গোল করে ব্যবধান বাড়ান মায়ামির তরুণ ফুটবলার তেলাসকো সেগোভিয়া।

রবিবার ফাইনালে সিয়াটেল সাউন্ডার্সের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

#LeaguesCup2025 Final is set 🔝😮‍💨

An epic clash between @SoundersFC and @InterMiamiCF awaits 🏆

Nos vemos el próximo domingo en Lumen Field 🏟️ pic.twitter.com/oNrfsiyZ44

ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ ইন্টার মায়ামির সহকারী কোচ হাবিয়ার মোরালেস। তিনি জানান, চোট সারিয়ে ফিরে মাত্র ২-৩ দিন অনুশীলন করেছেন মেসি। তারপরেও এমন পারফরম্যান্স সত্যিই নজরকাড়া। মেসি জানালেন, প্রথমার্ধে চোটের জন্য কিছুটা সমস্যা হলেও দ্বিতীয়ার্ধে চেনা ছন্দ খুঁজে পেয়েছিলেন।