১৮ বর্ষী ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও

সবচেয়ে কম বয়সী হিসেবে রেকর্ডটি এখন এই ব্রাজিলিয়ানের

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের পেল ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসি। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করলেও ওয়েস্টহ্যামের বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে তারা। চেলসির হয়ে এই ম্যাচে দারুণ এক রেকর্ড গড়েছেন ব্রাজিলীয় তরুন এস্তেভাও উইলিয়ান। এই প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি সতীর্থদের দিয়ে গোল করানোর রেকর্ড গড়েছেন তিনি।

ইংলিশ তারকা কোল পালমারের পরিবর্তে শুরুর একাদশে নামেন আগের ম্যাচে বদলি নামা রাইট উইঙ্গার এস্তেভাও। শুক্রবার রাতে ঘরের মাঠে ৩৪ মিনিটে আর্জেন্টিনার হয়ে বিশ্বজয়ী এনজো ফের্নান্দেজকে দিয়ে গোল করান এস্তেভাও। যদিও তার ভুল পাসেই একমাত্র গোলটি হজম করতে হয় চেলসিকে।

ব্রাজিলীয় বিস্ময়বালকের বয়স ১৮ বছর ১২০ দিন। সেলেসাওদের ক্লাব পালমেইরাস থেকে স্টামফোর্ড ব্রীজে তাকে আনতে ক্লাবটিকে গুনতে হয় ২৯ মিলিয়ন ইউরো।

চেলসি কোচ এনজো মারেস্কা বলেছেন, ‘এস্তেভাওকে মানিয়ে নিতে হবে। তার ভুল থেকেই শিক্ষা নেবে। কারণ ব্রাজিলীয় ক্লাব ও প্রিমিয়ার লিগে দুটি আলাদা। তার ভুল পাসে ক্লিন শিট ধরে রাখতে পারিনি। তবে তিনি দুর্দান্ত ফুটবলার।’

চেলসি সতীর্থ মার্ক কুকুরেলা বলেছেন, ‘আমি মনে করি এস্তেভাও তরুণ হলেও পরিপক্কতা দেখিয়েছেন। এস্তাভো ভালো সিদ্ধান্ত নিয়েছেন। চলতি মৌসুমে আমরা একটি ভালো দলে পরিণত হতে পারবো।’

ইংলিশ ও চেলসি সাবেক গোলরক্ষক রব গ্রিন বলেছেন, ‘তার জয়ের ক্ষুধা অনেক। তা দেখেই বুঝতে পেরেছি। আসলে চেলসিতে স্বাধীনতা আছে। আন্তর্জাতিক সব তারকাদের ভীরে নিজেকে যেভাবে মানিয়ে নিচ্ছেন তা প্রশংসার দাবিদার।’