নেইমারের আইকনিক গোল উদযাপন

ব্রাজিল জার্সিতে ফিরতে না পেরে নেইমার লিখলেন...

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের শেষ দুটি ম্যাচের জন্য একদিন আগে দল দিয়েছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির ২৫ সদস্যের নেই নেইমার। সেলেসাও জার্সিতে ফেরার খুব কাছাকাছি থাকলেও শেষমুহূর্তের চোটে বাদ পড়েছেন সান্তোস তারকা। বাদ পড়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও লিখেছেন নেইমার।

জিমে অনুশীলনের ছবিসহ নেইমার লিখেছেন, ‘সাফল্য আসে লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প, আকাঙ্ক্ষা-অধ্যবসায় থেকে। যারা লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়, তারা যদি বাধা অতিক্রম করার পথ খুঁজে পায় তা হবে প্রশংসনীয় কাজ।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে শেষ দুই ম্যাচে ব্রাজিল খেলবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। নেইমার নেই, আক্রমণের আরও দুই নিয়মিত সদস্য ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকেও রাখেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ।

৩৩ বর্ষী নেইমার সৌদি আরবের আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে খেলছেন ভালোই। মাঠের খেলায় ছন্দে ফিরেছিলেন। দল ঘোষণার দিন-দুয়েক আগে চোটে পড়েন তিনি। শেষবার ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার।

বিশ্বকাপ বাছাইয়ে ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা তিনে আছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।