হোটেলে নিরাপদে আছি, পরিবারও চিন্তামুক্ত: সোহেল রানা

হোটেলে নিরাপদে আছি, পরিবারও চিন্তামুক্ত: সোহেল রানা

নেপালের সরকার পতনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিমানবন্দর। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফেরাও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে এই মুহুর্তে টিম হোটেলে জামাল-তপুরা নিরাপদে আছেন। বাফুফের ভিডিওবার্তায় এমন তথ্য জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা।

ভিডিওবার্তায় সোহেল জানান, ‘আলহামদুলিল্লাহ, গতকালের থেকে আজকে আমাদের দলের অবস্থা ভালো। কারণ গতকাল নেপালে যে অবস্থা ছিল তার চেয়ে আজকে অনেক শান্ত। আর্মি সবকিছু দেখতেছে, এজন্য কোনোরকম ঝামেলা বা ওরকম কিছু নেই।’

‘পরিবারের সাথে আমাদের প্রতিনিয়ত কথা হচ্ছে। আর্মি দায়িত্ব নেয়ায় নিরাপত্তা নিয়ে পরিবারের কেউ আর তেমন চিন্তা করছে না। এজন্য আমাদের হোটেলের বর্তমান অবস্থা ভালো বলে মনে করছি। পরিবারও চিন্তা মুক্ত আছে। আজকে সকালের নাস্তার পর আমাদের যে কার্যক্রমগুলো থাকে সেগুলোর মধ্যে জিম সেশন করেছি। আমাদের যে সূচী থাকে সেই অনুযায়ী আমরা বর্তমানে হোটেলে সময় কাটাচ্ছি।’

জাতীয় দলকে ফেরানো নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া উপদেষ্টার চেষ্টা নিয়ে সোহেল বলেন, ‘আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রেসিডেন্ট তাবিথ আউয়াল ভাই, ক্রীড়া উপদেষ্টা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন, তারা চেষ্টা করছেন কিভাবে আমাদের নিরাপদে বাংলাদেশে আনা যায়। সেটা নিয়ে তারা কাজ করছেন, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন।’

উল্লেখ্য, নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে নেপালের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়েছিল। মঙ্গলবার বাংলাদেশ দলের দেশে ফেরার কথা থাকলেও বিমানের ফ্লাইট বন্ধ থাকায় সেটি সম্ভব হয়নি।