পিএসজিতেচ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দোন্নারুমা

সিটির ‘৯৯’ পরছেন না দোন্নারুমা

গ্রীষ্ম দলবদলে শেষ মুহুর্তে পিএসজি থেকে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে ম্যানচেস্টার সিটিতে এনেছেন কোচ পেপ গার্দিওলা। ইতালিয়ান তারকার সঙ্গে চুক্তি সারতে ইংলিশ ক্লাবটি ৩০ মিলিয়ন ইউরো খরচ করেছে। সিটির সঙ্গে দোন্নারুমার চুক্তি জুন ২০৩০ পর্যন্ত। শুরুতে খবর হয় সিটিতে ‘৯৯’ নম্বর জার্সি পরে খেলবেন তিনি। শেষ খবর, ‘২৫’ পরবেন দোন্নারুমা।

দোন্নারুমা শৈশবের ক্লাব এসি মিলানে ৭ মৌসুম কাটিয়েছেন ‘৯৯’ জার্সিতে। পিএসজিতে ৪ মৌসুমে পরেছেন ১, ৫০, ৯৯। ২০২২-২৩ মৌসুমে লিগ ওয়ানে নিয়মে পরিবর্তন আসে যে, ১ থেকে ৩০ নম্বর জার্সি পরতে হবে।

প্রিমিয়ার লিগে ফুটবলাররা ১ থেকে ৯৯ পর্যন্ত জার্সি পরতে পারেন। ম্যানসিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দোন্নারুমার জার্সি প্রকাশ করেছে।

ক্লাবটি জানিয়েছে, দোন্নারুমা ‘২৫’ নম্বর জার্সি পছন্দ করেছেন। সিটির এ জার্সি আগে পরেছেন ম্যানুয়েল ম্যাকেঞ্জি। তিনি ধারে ইন্টার মিলানে গেছেন।

দোন্নারুমার জার্সিটি আগে পরেছেন সিটির সাবেক ইংলিশ গোলরক্ষক জো হার্ট। দুধাপে পরেছিলেন তিনি। প্রথমবার ২০০৬ থেকে ২০০৮। দ্বিতীয়বার ২০০৯ থেকে ২০১২।

ক্লাব ফুটবলে চলছে আন্তর্জাতিক বিরতি। বিরতি শেষে সিটি জার্সিতে অভিষেক হতে পারে দোন্নারুমার। ইতিমধ্যে ক্লাবটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডেরসন চলে গিয়েছেন তুরষ্কের ক্লাব ফেনেরবাচে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ সেপ্টেম্বর ম্যানচেস্টার ডার্বিতে সিটি জার্সিতে দেখা যাবে দোন্নারুমাকে।