বাফুফের ই-গেমস সংবাদ সম্মেলন

প্রথমবার ই-গেমস বাছাইপর্ব আয়োজন করবে বাফুফে

ফিফার ব্যবস্থাপনায় ডিসেম্বরে রিয়াদে আয়োজন হতে চলেছে ফিফা ই-বিশ্বকাপ ফুটবল ২০২৫। মূলপর্বে অংশগ্রহণের জন্য খেলতে হবে বাছাইপর্ব। ই-বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

ভার্চুয়াল ফিল্ডে বিশ্বকাপের আয়োজন হবে। বিশ্বের প্রায় ৫৩ শতাংশ ই-খেলোয়াড় এশিয়া থেকে খেলেন। বিশ্বকাপে থাকবে ই-ফুটবল কনসোল, ই-ফুটবল মোবাইল এবং রকেট লিগ।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংবাদ সম্মেলনে যাবতীয় তথ্য জানিয়েছেন। সভাপতি তাবিথ আউয়াল জানালেন, ‘বাংলাদেশ অতি শিগগিরই ই-গেমসে অনেকদূর এগিয়ে যাবে। প্রথম যাত্রায় সবগুলো ইভেন্টে না পারলেও কোন একটিতে আমরা রিয়াদে বিশ্বকাপে খেলতে যেতে পারব বলে আশা রাখি। বিপিএল ক্লাব দিয়ে স্থানীয়ভাবে আয়োজনের চিন্তা রয়েছে আমাদের।’

‘বর্তমান সময়ের নিয়ম অনুযায়ী ১৬ বছর বয়স পর্যন্ত খেলোয়াড় রাখা হয়েছে। আমরা যখন স্থানীয়ভাবে ই-গেমস করতে যাব, তখন সব বয়সের মানুষের কথা মাথায় রেখে একটা বয়স নির্ধারণ করে দেব। আমরা বাফুফে কর্মকাণ্ডের আয়তনও বাড়াতে যাচ্ছি। আগামী তিনমাসে আরও অনেক চমক দেখতে পাবেন।’