বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালের পথে রওনা হওয়ার কথা ছিল বুধবার দুপুরে। দেড়টায় রওনা হওয়ার কথা থাকলেও ফ্লাইট জটিলতায় বিলম্ব হতে থাকে। দেড়টার পরিবর্তে ফ্লাইট সন্ধ্যায় পিছিয়ে যায়।
বাংলাদেশ দল শেষঅবধি নেপালের পথে রওনা হয়েছে রাত ৮টার দিকে। ফুটবল ফেডারেশনের মিডিয়া উইং থেকে তথ্যটি জানানো হয়েছে। বিমানবন্দরে দলকে অপেক্ষা করতে হয়েছে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
সবশেষ গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে খেলেছিল বাংলাদেশ। সেই স্কোয়াডে থাকা মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান, জাহিদ হাসানরা নেই নেপাল সফরে। তারা আছেন ভিয়েতনামে, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দলে। নেপালের সঙ্গে ম্যাচ দুটি হবে ৬ ও ৯ সেপ্টেম্বর, কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে।
নেপালে খেলা শেষে অক্টোবরে ঘরের মাঠে এবং পরপরই অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটি হবে ৯ অক্টোবর ঢাকায়, ১৪ অক্টোবর হংকংয়ে।
বাংলাদেশ দল
গোলরক্ষক: সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার: মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মণ, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড: আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।