ছাত্র-জনতার আন্দোলনের ফলে নেপালে সরকার পতন হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল গতকাল থেকে বন্ধ ছিল। আজ বিকেল থেকে কাঠমান্ডুতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। এতে বাংলাদেশ ফুটবল দল দ্রুত দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।
আজ বিকেল থেকে কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ায় জামালদের আজ দেশে ফেরানোর একটা আশা তৈরি হয়েছিল। নানা আনুষ্ঠানিকতা ও প্রস্তুতির জন্য আজও নেপালেই থাকতে হচ্ছে ফুটবল দলকে। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, 'আগামীকালের মধ্যেই আমরা ফুটবল দলকে দেশে আনতে চাই। সেটা বাংলাদেশ বিমানের ফ্লাইট হোক কিংবা রাষ্ট্রীয় কোনো বিশেষ ফ্লাইট। আমাদের সভাপতি দু'টি মাধ্যমেই কাজ করছেন। আশা করছি আগামীকাল আমাদের ফুটবলাররা নিরাপদেই দেশে ফিরতে পারবেন।'
বাংলাদেশ ফুটবল দল দল কাঠমান্ডুতে হোটেলে নিরাপদেই রয়েছে। আজ জিম-সুইমিং করেছেন ফুটবলাররা। বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও হোটেল বন্দী। বাফুফে দলের সঙ্গে সাংবাদিকদেরও একই ফ্লাইটে আনার চেষ্টা করছে।
ঢাকা কাঠমান্ডু ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান আজ বুধবার কাঠমান্ডুর সকল ফ্লাইট স্থগিত করেছে। কাঠমান্ডু এয়ারপোর্ট সচল হওয়ায় আগামীকাল বিমানের ফ্লাইটের প্রত্যাশা করছে অপেক্ষামান যাত্রীরা।
বাংলাদেশ ফুটবল দল গতকাল বিকেলের ফ্লাইটে ৩৩ টিকিট রিশিডিউল করেছিল। কারণ ৯ সেপ্টেম্বর ম্যাচ বাতিল হওয়ায় বাফুফে ১০ তারিখের রিটার্ন টিকিট এক দিন এগিয়ে এনেছিল।
এজেড/এইচজেএস