প্রথিতযশা ক্রীড়া সংগঠক আবাহনীর হারুনুর রশিদ গুরুতর অসুস্থ
বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ গুরুতর অসুস্থ। প্রায় চার বছর ধরে স্বাভাবিক চলাচল করতে পারছেন না। হাসপাতালই যেন তার জন্য স্থায়ী ঠিকানা হয়ে গেছে। হারিয়েছেন বাকশক্তি। জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়া এই সংগঠক ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাধারণ সম্পাদক। আবাহনীর সাধারণ সম্পাদক ও পরিচালক। এএফসির নির্বাহী কমিটি ও ফিফার মিডিয়া কমিটির সদস্য। প্রথিতযশা এই সংগঠক পেয়েছেন এএফসির গোল্ডেন অ্যাওয়ার্ড।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সাবেক এই সহসভাপতি বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) এবং বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সেরা সংগঠকের পুরস্কার পেয়েছেন। কিডনির জটিল রোগে আক্রান্ত বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ বাকশক্তির সঙ্গে স্মৃতিশক্তিও অনেকটা হারিয়ে ফেলেছেন।
দেশের ক্রীড়াঙ্গনে হারুনুর রশিদ বড় একটি নাম। হারুনুর রশিদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার শুভানুধ্যায়ীরা।