অবসমন পর্বে খেলতে হবে মহমেডানকে।

লজ্জার অধ্যায় মহমেডানের, ইউনাইটেড কলকাতার সঙ্গে ড্র, এ বার খেলতে হবে অবনমন পর্বে

শুক্রবার ব্যারাকপুরের মাঠে ছিল মহমেডান স্পোর্টিংয়ের সম্মান রক্ষার লড়াই। ইউনাইটেড কলকাতার বিরুদ্ধে ছিল অবনমন বাঁচানোর চ্যালেঞ্জ। ইউনাইটেড কলকাতা অবশ্য আগেই সুপার সিক্সে জায়গা করে নিয়েছিল। তাই তাদের উপর কোনও চাপ ছিল না। এ দিকে বাড়তি চাপ নিয়ে খেলতে নেমে ম্যাচ ড্র করে লজ্জায় ডুবল সাদা-কালো ব্রিগেড।

শেষ বাঁশি বাজার সময় ম্যাচের ফলাফল ছিল ১-১। আর এই নিষ্প্রাণ ড্র মহামেডানকে ঠেলে দিল অবনমনের অন্ধকারে। সাদা-কালোর কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন। জিততেই হতো তাদের। কিন্তু শেষ রক্ষা হল না। মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা এ দিন নিরাশ করেন। প্রথমার্ধেই ০-১ পিছিয়ে পড়েছিল মহমেডান। দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এবং গোলও শোধ করে। তবে তারা আর দ্বিতীয় গোলের মুখ খুলতে পারেনি।

Mohammedan SC at Relegation Round

যদিও দ্বিতীয়ার্ধে মহমেডান অনেক বেশি উজ্জীবিত ফুটবল খেলে। একের পর এক আক্রমণ, উইং থেকে ক্রস, বক্সে ঢুকে শট— সবই ছিল, কিন্তু ইউনাইটেডের ডিফেন্সের প্রাচীর তারা ভাঙতে পারেনি। ৫৫ মিনিটে লালঙ্গাইলসাকার দুর্দান্ত গোলে সমতা ফেরানোর পর মনে হয়েছিল, হয়তো এ বার ঘুরে দাঁড়াবে সাদা-কালো ব্রিগেড। কিন্তু এর পরে সুযোগ এলেও, গোলের দেখা মেলেনি। যার নিটফল, মহমেডানের রেলিগেশন রাউন্ডে খেলা নিশ্চিত হয়ে গেল।

দলকে রেলিগেশন রাউন্ডে খেলতে হবে, এই বিষয়টি হজম করতে পারেনি মহমেডান সমর্থকেরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। এ দিকে এই ম্যাচ চলাকালীন সাদা-কালোর গ্যালারিতে মহমেডানের পতাকার সঙ্গে উড়তে দেখা গিয়েছে প্যালেস্তাইনের পতাকাও। এ যেন প্রতিবাদের ছায়ায় জেগে ওঠা এক আন্তর্জাতিক স্পন্দন।

Mohammedan SC at Relegation Round

১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দশে শেষ করল সাদা-কালো ব্রিগেড। অন্যদিকে এরিয়ানের ১২ পয়েন্ট। মাত্র এক পয়েন্টের ব্যবধানে রেলিগেশন রাউন্ডের লজ্জা এড়িয়ে যেতে পারল এরিয়ান। এ দিন কল্যাণী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ছিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখায় এরিয়ান। ম্যাচের একমাত্র গোলটি করেন রাজু ওরাওঁ। রাজুর গোলেই ১-০ জয় ছিনিয়ে নিয়ে স্বস্তি পায় এরিয়ান। সেই সঙ্গে হতাশার অন্ধকারে ডুবতে হয় মহামেডানকে।