ব্যালন ডি’অর |ইন্টারনেট

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এগিয়ে আছেন যারা

ফুটবল দুনিয়ায় নিজের ক্যারিয়ারে ব্যালন ডি’অর জেতা ফুটবলারদের কাছে স্বপ্নের মতো। গত মৌসুমের শ্রেষ্ঠ ফুটবলার কে হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ সেপ্টেম্বর। তার আগে বৃহস্পতিবার আয়োজক ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে এ বছরের ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা।

গত মৌসুমে ফ্রান্সের সব শিরোপাই উঠেছে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ক্যাবিনেটে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে রানার্সআপ হয়েছে ক্লাবটি। এই অসাধারণ সাফল্যের পেছনে উসমান দেম্বেলে, জিয়ানলুইজি দোনারুমা, কিলিয়ান এমবাপ্পেদের অবদান ছিল চোখে পড়ার মতো। ফলে ২০২৫ ব্যালন ডি’অরের মনোনীতদের তালিকায়ও টিকে থাকার রেসে এগিয়ে আছে ফরাসি জায়ান্টরা।

মোট ৩০ জনের তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। এর মধ্যে সর্বোচ্চ ৯ জন খেলোয়াড়ই পিএসজির। এছাড়া এ বছর মোট ১০ বিভাগে পুরস্কার দেয়া হবে।

পুরুষ ব্যালন ডি’অর পুরস্কারের মনোনয়নে এগিয়ে যারা

উসমান দেম্বেলে-পিএসজি (ফ্রান্স), জিয়ানলুইজি দোনারুমা-পিএসজি (ইতালি), জুড বেলিংহাম-রিয়াল মাদ্রিদ (ইংল্যান্ড), দেজিরে দুয়ে-পিএসজি (ফ্রান্স), ডেনজেল ডামফ্রিস-ইন্টার মিলান (নেদারল্যান্ডস), সেরহু গিরাসি-বরুসিয়া ডর্টমুন্ড (গিনি), আর্লিং হালান্ড-ম্যানচেস্টার সিটি (নরওয়ে), ভিক্টর গিওকেরেস-আর্সেনাল (সুইডেন), আশরাফ হাকিমি-পিএসজি (মরক্কো), হ্যারি কেইন-বায়ার্ন মিউনিখ (ইংল্যান্ড), খিচা কাভারেস্কাইয়া-পিএসজি (জর্জিয়া), রবার্ট লেভানদোভস্কি-বার্সেলোনা (পোল্যান্ড)।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-লিভারপুল (আর্জেন্টিনা), লাউতারো মার্তিনেজ-ইন্টার মিলান (আর্জেন্টিনা), স্কট ম্যাকটমিনে-নাপোলি (স্কটল্যান্ড), কিলিয়ান এমবাপ্পে-রিয়াল মাদ্রিদ (ফ্রান্স), নুনো মেন্দেস-পিএসজি (পর্তুগাল), জোয়াও নেভেস-পিএসজি (পর্তুগাল), পেদ্রি-বার্সেলোনা (স্পেন), কোল পালমার-চেলসি (ইংল্যান্ড), মাইকেল ওলিসে-বায়ার্ন মিউনিখ (ফ্রান্স), রাফিনহা-বার্সেলোনা (ব্রাজিল), ডেকলান রাইস-আর্সেনাল (ইংল্যান্ড), ফাবিয়ান রুইজ-পিএসজি (স্পেন), ভার্জিল ফন ডাইক-লিভারপুল (নেদারল্যান্ডস), ভিনিসিয়ুস জুনিয়র-রিয়াল মাদ্রিদ (ব্রাজিল), মোহাম্মদ সালাহ-লিভারপুল (মিসর), ফ্লোরিয়ান ভির্টজ-লিভারপুল (জার্মানি), ভিতিনহা-পিএসজি (পর্তুগাল), লামিনে ইয়ামাল-বার্সেলোনা (স্পেন)।

নারী ব্যালন ডি’অর পুরস্কারের মনোনয়নে এগিয়ে যারা

লুসি ব্রোঞ্জ - চেলসি (ইংল্যান্ড), বারবারা বান্দা - অরল্যান্ডো প্রাইড (জাম্বিয়া), আইতানা বোনমাতি - বার্সেলোনা (স্পেন), স্যান্ডি বাল্টিমোর - চেলসি (ফ্রান্স), মারিওনা কালদেন্তেই - আর্সেনাল (স্পেন), ক্লারা বিউল - বায়ার্ন মিউনিখ (জার্মানি), সোফিয়া কান্তোরে - ওয়াশিংটন স্পিরিট (ইতালি), স্টেফ ক্যাটলি - আর্সেনাল (অস্ট্রেলিয়া), মেলচি দ্যুমরনে - লিওঁ (হাইতি), টেমওয়া চাউয়িঙ্গা - কানসাস সিটি কারেন্ট (মালাউই), এমিলি ফক্স - আর্সেনাল (যুক্তরাষ্ট্র), ক্রিস্টিয়ানা জিরেল্লি - জুভেন্টাস (ইতালি)।

এস্থের গনসালেস-গোথাম এফসি (স্পেন), ক্যারোলিন গ্রাহাম হানসেন-বার্সেলোনা (নরওয়ে), পাত্রি গুইহারো-বার্সেলোনা (স্পেন), আমান্ডা গুতিয়েরেস-পালমেইরাস (ব্রাজিল), হানা হ্যাম্পটন - চেলসি (ইংল্যান্ড), পেরনিল হার্ডার-বায়ার্ন মিউনিখ (ডেনমার্ক), লিন্ডসে হিপস - লিওঁ (যুক্তরাষ্ট্র), ক্লোয়ি কেলি - আর্সেনাল (ইংল্যান্ড), মার্তা - অরল্যান্ডো প্রাইড (ব্রাজিল), ফ্রিদা লেওনহার্ডসেন মানউম-আর্সেনাল (নরওয়ে), এভা পাওর-বার্সেলোনা (পোল্যান্ড), ক্লারা মাতেও-প্যারিস এফসি (ফ্রান্স), আলেসিয়া রুসো - আর্সেনাল (ইংল্যান্ড), ক্লাউদিয়া পিনা - বার্সেলোনা (স্পেন), আলেক্সিয়া পুতেয়াস-বার্সেলোনা (স্পেন), ইয়োহানা রিটিং কানেরিউড-চেলসি (সুইডেন), ক্যারোলিন ওয়িয়ার-রিয়াল মাদ্রিদ (স্কটল্যান্ড), লিয়া উইলিয়ামসন-আর্সেনাল (ইংল্যান্ড)।