সদ্যগত গ্রীষ্ম দলবদলে রেকর্ড গড়ে লিভারপুলে আলেক্সান্ডার ইসাক

ফুটবলারের হাটবাজারে উত্তাপ ছড়ানো যত ঘটনা

ইউরোপে ফুটবলার কেনা-বেচার হিড়িক পড়ে গ্রীষ্ম ও শীতকালীন দলবদলে। জায়ান্ট ক্লাবগুলো কাড়ি কাড়ি অর্থ ঢেলে দল সাজায় লিগ-ইউরোপসেরার মঞ্চ কাঁপাতে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোই আলোড়ন সৃষ্টি করে সবসময়, যা নিয়ে হৈচৈ পড়ে যায়।

সদ্যগত গ্রীষ্ম দলবদলে লিভারপুল একক ক্লাব হিসেবে স্কোয়াড সাজাতে রেকর্ড ৪৪৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। আগে কখনও এক মৌসুমে অলরেডরা এতো খরচ করেনি। গত মৌসুমে তারা জিতেছে প্রিমিয়ার লিগ শিরোপা। নতুন মৌসুমের শুরুতে খরচ করে আলোচনায় ক্লাবটি।

দেখে নেয়া যাক দলবদলে উত্তাপ ছড়িয়ে দেয়া কিছু ঘটনা
২০০৩ (চেলসি)

২০০৩এর জুলাইতে চেলসিকে কিনে নেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ। সেই গ্রীষ্মে স্ট্যামফোর্ড ব্রিজে আসেন আইভরি কোস্ট তারকা দ্রগবা, পিটার চেক, আরিয়ান রোবেন ও রিকার্ডো কারভালো। দুই উইন্ডোতে চেলসি খরচ করে ১৫০ মিলিয়ন পাউন্ডের বেশি। দলে আনে নতুন ১৪ ফুটবলার।

২০০৯ (রিয়াল মাদ্রিদ)
দ্বিতীয়বার রিয়াল সভাপতি হয়ে এসে ঝড় তোলেন ফ্লোরেন্তিনো পেরেজ। সেবছরের দলবদল ঝড়কে ইউরোপের গণমাধ্যম বলেছিল সর্বকালের সেরা দলবদলগুলোর অন্যতম। সেসময় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

এসি মিলান থেকে কাকাও রিয়ালে এসেছিলেন একই দলবদলে। ক্রিস্টিয়ানোকে আনতে লস ব্লাঙ্কোসরা খরচ করেছিল ৮০ মিলিয়ন পাউন্ড। কাকাকে আনতে ৫৬ মিলিয়ন পাউণ্ড। একই উইন্ডোতে করিম বেনজেমা ও রিয়ালের বর্তমান কোচ জাভি আলোনসো এসেছিলেন বার্নাব্যুতে।

২০১৭ (প্যারিস সেইন্ট-জার্মেইন)
সর্বকালের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সা থেকে তাকে ফ্রান্সে আনতে ক্লাবটি খরচ করেছিল ২০০ মিলিয়ন পাউন্ড। সেখানেই ক্ষান্ত দেয়নি পিএসজি, ১৬৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল কাইলিয়ান এমবাপেকে দলে আনতে। ফরাসি তারকাকে স্বদেশি ক্লাব মোনাকো থেকে এনেছিল পিএসজি।

২০১৭ (বার্সেলোনা)
সেই গ্রীষ্মে বার্সা নিজেদের সর্বোচ্চ ট্রান্সফার ফি দিয়ে এনেছিল ২০ বর্ষী উসমানে ডেম্বেলেকে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১৩৫.৫ মিলিয়ন পাউণ্ড খরচ করে ফরাসি তারকাকে এনেছিল কাতালানরা। বার্সেলোনা মোটা অঙ্কে টটেনহ্যাম থেকে নিয়ে এসেছিল পাউলিনহোকেও।

২০২৫ (লিভারপুল)
সদ্যগত গ্রীষ্ম দলবদলে সবচেয়ে দামি ফুটবলার সুইডিশ তারকা আলেক্সান্ডার ইসাক। তাকে নিউক্যাসল ইউনাইটেড থেকে নিতে ১২৫ মিলিয়ন পাউন্ড গুণেছে লিভারপুল। বেয়ার লেভারকুসেন থেকে ফ্লোরিন রিটজকে অলরেডরা নিয়ে এসেছে ১১৬ মিলিয়ন পাউন্ডে। হুগো একিতেতেকে এনেছে ৭৯ মিলিয়ন পাউণ্ড খরচ করে। ইংলিশ চ্যাম্পিয়নরা এক ট্রান্সফার উইন্ডোতে এত অঙ্কের খরচ দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছে।