রিয়াল মাদ্রিদের জার্সিটা তুলে রেখেছিলেন আগেই, ইতি টেনেছিলেন ১৩ বছরের সম্পর্কের। এরপরই জানা যায় এসি মিলানে যাচ্ছেন লুকা মদ্রিচ। এবার তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল ক্লাবটি।
জীবনের ১৩ বসন্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের ডেরায়। ২০১২ সালে অভিষেকের পর খেলেছেন ৫৯০টি ম্যাচ। যেখানে ৬টি চ্যাম্পিয়নস লিগ ও ৪টি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন মদ্রিচ। আছে ৪৩টি গোল।
সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ২০১৮ সালের ব্যালন ডি অ’র জেতেন। একই বছরে দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড ও ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান মদ্রিচ।
সম্ভাব্য সব শিরোপা আর পুরস্কার জিতে জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে রিয়াল মাদ্রিদ ছাড়েন মদ্রিচ। এরপর নাম লেখান এসি মিলানে। মদ্রিচের দাবি ইতালির এই ক্লাবে নাম লেখানো সহজ সিদ্ধান্ত ছিল তার।
গতকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে লুকা মদ্রিচকে বরণ করে নেয় এসি মিলান। শৈশবের পছন্দের ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে মদ্রিচ বলেন, স্বপ্নপূরণ হয়েছে তার।
বলেন- ‘আমি ছোট থেকে ইতালির খেলা দেখে বড় হয়েছি, এসি মিলান ছিল আমার পছন্দের ক্লাব। আমার আইডল বোবানও এই ক্লাবে খেলেছেন। আমাদের দেশে মিলান খুব জনপ্রিয় ক্লাব। আমার কাছে এই ক্লাব বিশেষ।’
সম্প্রতি বাজে সময় পার করছে এসি মিলান। অষ্টম স্থানে থেকে শেষ করেছে সিরি আ’র গেলো মৌসুম। জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স লিগেও। তবে নতুন মৌসুমে মিলানকে সিরি আ জিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান মদ্রিচ।
‘চ্যাম্পিয়ন্স লিগ খেলা অবশ্যই আমার লক্ষ্য। শুধু সেটাই নয় লিগ শিরোপা জয় করার জন্যও আমি এখানে এসেছি। আমি আমার পক্ষ থেকে যতটা করা সম্ভব সবটুকুই করবো।’
মদ্রিচের সামনে অনুপ্রেরণা ইব্রাহিমোভিচ। এর আগে এই তারকা ফুটবলার ক্যারিয়ারের শেষ দিকে মিলানে যোগ দিয়ে শিরোপা জেতান। সেই লক্ষ্য নিয়ে ৩৯ বছরের মদ্রিচ বলেন- ‘জালাতানও ৪০ বছর বয়সে এখানে এসে ক্লাবকে শিরোপা জিতিয়েছেন। আমিও এমন কিছু করতে চাই।’
উল্লেখ্য, আগামী শনিবার (৯ আগস্ট) প্রাক মৌসুমে লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এসি মিলানের জার্সিতে অভিষেক হবে এই ক্রোয়াট তারকার।