চ্যাম্পিয়ন্স লিগ ড্র: রিয়াল-বার্সা-ম্যানসিটি কে কোন পটে
চ্যাম্পিয়ন্স লিগে ২০২৫-২৬ মৌসুমের ড্র হবে রাতে। গত মৌসুমের মতো অংশ নেবে ৩৬ দল। শেষ চার দলও নিশ্চিত হয়েছে বুধবার রাতে। প্লে-অফ পেরিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে ক্লাব ব্রুগে, কারাবাগ, বেনফিকা ও কোপেনহেগেন।
ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে লিগপর্বে সরাসরি সুযোগ পেয়েছে ২৮ দল। টটেনহ্যাম হটস্পার গত মৌসুমে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হওয়ায় সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। অন্য ৭ দল এসেছে বাছাইপর্ব থেকে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ৪টি দল। সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো/গ্লিমট, কাজাখস্তানের কাইরাত আলমাতি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেন্ট-জিলোয়া।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টায় ফ্রান্সের মোনাকোয় ড্র অনুষ্ঠিত হবে। গত আসরের মতো এবারও প্রথম রাউন্ডে কোন গ্রুপ থাকছে না। লিগপর্বে হবে খেলা, পয়েন্ট তালিকা হবে একটি।
প্রথমপর্বে দ্বৈবচয়ন পদ্ধতিতে প্রতিপক্ষ হয়ে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। চারটি পটে ভাগ হওয়া দলগুলো চারটি করে ম্যাচ ঘরের মাঠে এবং চারটি প্রতিপক্ষের মাঠে খেলবে।
ড্রতে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর সফটওয়্যার জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও নির্ধারণ করবে সেই সফটওয়্যার। এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।
প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না। এমনকি একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।
প্রথমপর্বে খেলা দলগুলোর মধ্যে পয়েন্ট তালিকার সেরা আটটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে। বাকি আট দল আসবে প্লে-অফের মাধ্যমে। নবম থেকে ২৪ পর্যন্ত দলগুলোর মধ্যে প্লে-অফ থেকে শেষ ষোলোর বাকি আটটি দল নির্ধারিত হবে। পয়েন্টে তলানির বাকি দলগুলো বাদ পড়ে যাবে। আগের মতোই কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল হবে।
লিগপর্বের ড্রতে ৩৬টি দলকে চারটি পটে বা পাত্রে ভাগ করা হয়েছে। প্লে-অফ পর্ব শেষে উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সাজানো হয়েছে পট। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ছাড়াও এক নম্বর পটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
এক নজরে ক্লাবগুলো কে কোন পটে
পট-১: রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
পট-২: আর্সেনাল, লেভারকুসেন, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আটালান্টা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, ফ্রাঙ্কফুর্ট ও ক্লাব ব্রুগে।
পট-৩: টটেনহ্যাম, পিএসভি, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, সালাভিয়া প্রাহা, বোডো/গ্লিমট ও মার্শেই।
পট-৪: কোপেনহেগেন, মোনাকো, গ্যালাতাসারাই, ইউনিয়ন সেন্ট-জিলোয়া, কারাবাগ, অ্যাথলেটিক ক্লাব, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস ও কাইরাত আলমাতি।