পাঁচবার ব্যালন ডি’অর জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একসময় ফুটবল জগতের এই পুরস্কার নিয়ে লিওনেল মেসির সঙ্গে তার দ্বৈরথ ছিল দেখার মতো। কিন্তু সময়ের পরিক্রমায় এখন ব্যালন ডি’অরের ওপর দিকে বিশ্বাসই উঠে গেছে এই পর্তুগিজ মহাতারকার।
সম্প্রতি ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। টানা দ্বিতীয় বছর এই তালিকায় জায়গা হয়নি রোনালদোর। তাতেই মনঃক্ষুণ্ণ হয়ে রোনালদো বলে দিলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’
গতকাল পর্তুগালে প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর। যেখানে সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’-এর সঙ্গে আলাপে এ মন্তব্য করেন রোনালদো।