২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গড়াবে যে মাঠে
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ আসর। আসন্ন মৌসুম শুরুর আগেই ঘোষণা হল পরবর্তী মৌসুম ২০২৬-২৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যুর নাম। স্পেনের রাজধানী মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে হবে চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ আসরের ফাইনাল।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভেন্যুর নাম জানায় উয়েফা। স্পেনের রাজধানীর রোসাসে অবস্থিত স্টেডিয়ামটিতে দ্বিতীয় বারের মত গড়াবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ২০১৯ সালে প্রথমবার এ মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়। সেবার লিভারপুল টটেনহ্যামকে ২-০ গোলে পরাজিত করেছিল।
এ নিয়ে ষষ্ঠবারের ফাইনাল আয়োজন করবে স্পেনের রাজধানী মাদ্রিদ।রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে চার বার হয়েছিল ফাইনাল, ১৯৫৭, ১৯৬৯, ১৯৮০ এবং ২০১০ সালে। আর একবার অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। শুধুমাত্র লন্ডনই সবচেয়ে বেশি মোট আটটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজন করেছে।