বলিভিয়ার কাছে হেরে ইতিহাসে সবচেয়ে বাজে ফল ব্রাজিলের

বলিভিয়ার কাছে হেরে ইতিহাসে সবচেয়ে বাজে ফল ব্রাজিলের

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান ব্রাজিল শেষ করল এক বিব্রতকর পরাজয়ে। বাংলাদেশ সময় বুধবার এল আল্টোতে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরে পাঁচ নম্বরে থেকে (২৮ পয়েন্ট) বাছাই শেষ করেছে সেলেসাওরা, যা রাউন্ড-রবিন ফরম্যাট চালু হওয়ার পর তাদের ইতিহাসের সবচেয়ে বাজে ফল।

৪ হাজার ১৫০ মিটার উচ্চতার নির্মম পরিবেশে কার্লো আনচেলত্তি মূলত দ্বিতীয় সারির খেলোয়াড়দের নিয়ে মাঠে নামান। ছন্দ ও শারীরিক সক্ষমতায় ভুগতে থাকা ব্রাজিল প্রথমার্ধের যোগ করা সময়ে মারাত্মক ধাক্কা খায়। ভিএআরের সাহায্যে নিশ্চিত হওয়া এক পেনাল্টি থেকে মিগুয়েলিতো গোল করে বলিভিয়াকে এগিয়ে নেন। ডি-বক্সের মধ্যে ফাউল করেন ব্রুনো গিমারাইস। তবে আনচেলত্তির অধীনে এটাই ছিল ব্রাজিলের প্রথম হজম করা গোল।

দ্বিতীয়ার্ধে মারকিনহোস, রাফিনহা আর কিশোর প্রতিভা এস্তেভাওকে নামিয়েও আক্রমণে খুব বেশি কিছু করতে পারেনি ব্রাজিল। উল্টো ম্যাচের শেষ দিকে অ্যালিসনের এক দারুণ সেভই বড় ব্যবধানে হার এড়ায়। ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়ে বলিভিয়া, যারা এ জয়ের মাধ্যমে বিশ্বকাপের প্লে-অফ জায়গা নিশ্চিত করেছে।

১৮ ম্যাচে ব্রাজিলের ফল দাঁড়িয়েছে মাত্র ৮ জয়, ৬ পরাজয় আর ১৭ গোল হজম। ১৯৯৬ সালে এই ফরম্যাট চালু হওয়ার পর এটাই প্রথমবার তারা ৩০ পয়েন্টে পৌঁছাতে পারল না।

তবে ফরম্যাট সম্প্রসারণের কারণে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। কিন্তু আগের নিয়মে হলে তাদের পড়তে হতো প্লে-অফে।