তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে লেভান্তে। ফিরেই চমক দেখিয়েছে তারা, চমকে দেয় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। জোড়া গোলে এগিয়ে জয়ের স্বপ্নও দেখতে থাকে লেভান্তে। তবে শেষ রক্ষা হয়নি।
সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় শনিবার লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম ২ গোলে এগিয়ে থাকার পরও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি। আত্মঘাতী গোলে জয় পায় তারা।
অথচ ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে একচেটিয়া আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। প্রায় ৮৩ শতাংশ সময় পজিশন ধরে রেখে গোলের জন্য ২৬টি শট নেয় কাতালানরা, যার ১০টি ছিল লক্ষ্যে।
তবে সুযোগ পেলেই আক্রমণে গেছে লেভান্তে, তেমনই এক আক্রমণ থেকে এগিয়ে যায় দলটা। ম্যাচের ১৫তম মিনিটে জেরেমির বাড়ানো বল ধরে গোল করেন ইভান রোমেরো।
লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার। তার নেয়া একটি শট বক্সে বাল্দের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি।
মৌসুমের দ্বিতীয় ম্যাচে হান্সি ফ্লিকের দল বিরতিতে যায় ২-০ গোলে পিছিয়ে থেকে। ৩ পয়েন্ট হারানোর শঙ্কায় তখন দলটা। তবে হয় উল্টা, বিরতির পর বদলে যায় দৃশ্যপট। দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সা।
২ গোলে পিছিয়ে থাকা দলটি দুই মিনিট ৩১ সেকেন্ডের মাঝেই শোধ দেয় গোল দু’টিই। প্রথম গোল আসে ৪৯তম মিনিটে। ইয়ামালের পাস ধরে ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান পেদ্রি।
আর ৫২তম মিনিটে রাফিনিয়ার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন তরেস। দারুণভাবে ম্যাচে ফিরে আসে বার্সা। সমতায় ফেরার পর আরো আগ্রাসী হয়ে উঠে চ্যাম্পিয়নরা।
৫৭তম মিনিটেই আরো একটি সুযোগ পায় বার্সেলোনা। এরিক গার্সিয়ার হেড ঠেকান গোলরক্ষক। ৭০তম মিনিটে তরেসের হেডও প্রতিহত করেন তিনি। ২ মিনিট পর দানি ওলমোর শটও আটকে ম্যাচ জমিয়ে তুলেন।
শেষদিকে বদলি হিসেবে নামেন লেভানডফস্কি, জুল কুন্দেরা। তাদের উপস্থিতিতে একের পর এক আক্রমণ করতে থাকে বার্সেলোনা। কিন্তু আরেকটি গোলের দেখা মিলছিল না।
তবে ভাগ্য সায় দেয় তাদের, গোলমুখ খুলে দেয় লেভান্তেই, যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, হেডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালেই বল পাঠান এলগেসাবাল।
আত্মঘাতী গোলটা শেষ করে দেয় লেভান্তের সব প্রচেষ্টা। এগিয়ে থেকেও দলটা হেরে যায় ৩-২ গোলে। তাতে দুই ম্যাচের দু‘টিতেই হারল তারা। বিপরীতে ২ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।