ব্যানের মুখে লুইস সুয়ারেস,ছবি: এক্স,

বিপক্ষ কোচের মুখে থুতু ছেটানোর জের, ব্যানের মুখে লুইস সুয়ারেস

বিশ্বফুটবলে অন্যতম চর্চিত চরিত্র হলেন লুইস সুয়ারেস। ম্যাচে দূরপাল্লার শটে দুরন্ত গোল কিংবা মেজাজ হারিয়ে ঝামেলায় জড়ানো, বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। ২০১৪ সালে FIFA বিশ্বকাপে ইতালির তারকা ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনির ঘাড়ে কামড় বসিয়েছিলেন সুয়ারেস। কামড়ের পরে সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে থুতু ছেটানো। লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি হেরে যাওয়ার পরে সিয়াটেল সাউন্ডার্সের সহকারী কোচের মুখে থুতু ছেটান সুয়ারেস। এই ঘটনার জন্য কড়া শাস্তির মুখে পড়লেন তিনি। সাসপেন্ড হলেন টানা অনেকগুলি ম্যাচের জন্য।

কী শাস্তির মুখে পড়লেন সুয়ারেস?

৬ ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছেন ইন্টার মায়ামির এই তারকা স্ট্রাইকার। আগামী মরশুমে লিগস কাপের প্রথম ৬টি ম্যাচে খেলতে পারবেন না তিনি। এর মধ্যে থাকবে গ্রুপ পর্বের ম্যাচ। দল নক আউট পর্বে গেলে সেই ম্যাচেও অংশ নিতে পারবেন না সুয়ারেস।

Luis Suárez appeared to spit on a Seattle staff member after the final whistle in the Leagues Cup Final 👀

🎥: @MLS pic.twitter.com/gCMLdbwDlC

তবে এই ঘটনার জন্য মেজর লিগ সকারে খেলতে কোনও বাধা নেই সুয়ারেসের। যদিও এই নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি MLS কর্তৃপক্ষ। তারাও অতিরিক্ত কোনও শাস্তি দিতে পারে এই স্ট্রাইকারকে। সে ক্ষেত্রে ঘরোয়া লিগে খেলা নিয়ে সমস্যায় পড়তে পারেন সুয়ারেস।

Luis Suarez

অবশ্য এই ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ক্ষমা চেয়ে নিয়েছেন ৩৮ বছর বয়সি এই ফুটবলার। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘ওই মুহূর্তে আবেগ ও মেজাজ সামলাতে পারিনি। সেই কারণেই ম্যাচের পরে যা ঘটেছে, সেটা একেবারেই উচিত হয়নি। তাই আমার এমন প্রতিক্রিয়ার স্বপক্ষে কোনও যুক্তি সাজাতে চাই না। আমি ভুল করেছি এবং যথেষ্ট অনুতপ্ত। তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।’

Luis Suarez puts out a bullshit apology 4 DAYS LATER. Doesn’t even name the man he spit on…. Absolutely pathetic. pic.twitter.com/kggf109Odr

তবে এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়ে সাসপেন্ড হয়েছিলেন সুয়ারেস। সে ইভানোভিচকে কামড়ে দেওয়া হোক কিংবা প্যাট্রিস এভরার বিরুদ্ধে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের কারণেই হোক।