নিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছে বাংলাদেশ। এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে লাল-সবুজের দল। মঙ্গলবার ভিয়েতনামে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৪-১ গোলে হারায় সিঙ্গাপুরকে। বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান প্রতিপক্ষের বেশ কয়েকটি
আক্রমণ রুখে দেন। শেষদিকে দশ মিনিটের তাণ্ডবে বাংলাদেশ চার গোল করে। ইতালি প্রবাসী ফাহামিদুল প্রথম গোলের খাতা খোলেন (১-০)। বাংলাদেশের হয়ে ফাহামিদুলের এটাই প্রথম গোল। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ফরোয়ার্ড আল আমিন (২-০)।
বদলি হিসাবে নেমে মুর্শেদ আহমেদ কোনাকুনি শটে ব্যবধান ৩-০ করেন। অধিনায়ক মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে দারুণ শটে বাংলাদেশকে বড় জয় এনে দেন (৪-০)। যোগ করা সময়ে সিঙ্গাপুর এক গোল করে (৪-১)। বাংলাদেশের প্রধান কোচ সাইফুল বারী টিটু সুস্থ হয়ে হাসপাতাল থেকে হোটেলে ফিরলেও ডাগআউটে ছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। ফাহামিদুল শুরুর একাদশে ছিলেন না। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চিত্র পালটে দেন। ফাহামিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুরের ডিফেন্স তছনছ হয়ে যায়।