চলতি মৌসুমে লা লিগায় প্রমোশন পেয়েছে রিয়াল ওভিয়েদো। নবাগত দলটির বিপক্ষে একাদশ নিয়ে বেশ কাটাছেঁড়া করলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। পরীক্ষাটা ছিল একটু অন্যরকম- প্রতিপক্ষ কিছুটা অচেনা, খেলতেও হবে প্রায় অচেনা মাঠেই। সেই পরীক্ষায় দারুণভাবে উতরে গেছে জাবির দল।
রিয়াল ওভিয়েদোর বিপক্ষে জিততে মোটেও কষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের। কিলিয়ান এমবাপ্পের জোড়া ও ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে লস ব্লাঙ্কোসরা। নতুন মৌসুমে লিগে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতল রিয়াল। এর আগে প্রথম ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।
এই ম্যাচে শুরুর একাদশে বড় চমক দেখিয়েছেন আলোনসো। ভিনিসিয়ুস জুনিয়রকে বসিয়ে রাখেন বেঞ্চে, বাঁ দিকে নামান ফর্মহীন রদ্রিগোকে। ডান দিকে আরও বড় চমক- মাত্র আঠারো বছর বয়সী ফ্রাংকো মাস্তানতুয়োনো প্রথমবারের মতো রিয়ালের হয়ে শুরুর একাদশে নামলেন। গত ম্যাচে এই পজিশনে খেলেছেন ব্রাহিম দিয়াজ।
প্রথমার্ধে রদ্রিগো ছিলেন চোখে পড়ার মতো। বারবার ভেঙেছেন ওভিয়েদোর রক্ষণ দেয়াল। স্বাগতিকেরা ভরসা রেখেছিল মূলত পাল্টা আক্রমণে। তাতে লাভ হয়নি খুব একটা। বল দখলে ছিল মাদ্রিদের আধিপত্য। চাপও তৈরি করছিল নিয়মিত। কিন্তু একেবারে গোল মুখে গিয়ে আটকে যাচ্ছিল আক্রমণ। অবশেষে ৩৭ মিনিটে অপেক্ষার অবসান।
দারুণ এক ট্যাকলে বল কেড়ে নেন চুয়ামেনি। এরপর পান আরদা গুলার। তার কাছ থেকে বল পেয়ে চমৎকার টার্ন নিয়ে নিচু শটে জালের কোণে বল জড়ান এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে কিছুটা ধীর লাগছিল মাদ্রিদকে। কয়েকজন খেলোয়াড়কে ক্লান্ত দেখাচ্ছিল। সুযোগ বুঝে ওভিয়েদো চাপ তৈরি করতে শুরু করে। তবে এর আগেই ম্যাচ শেষ করে দেন এমবাপ্পে-ভিনিসিয়ুস জুটি।
বদলি নেমে দুর্দান্ত প্রেসে বল কেড়ে এমবাপ্পেকে বাড়িয়ে দেন ভিনিসিয়ুস। ফরাসি তারকা ঠিকঠাক জায়গা খুঁজে নিয়ে করলেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল। ম্যাচের তখন ৮৩ মিনিট। যোগ হওয়া সময়ে ম্যাচের সেরা মুহূর্তটা উপহার দিলেন ভিনিসিয়ুস। বল নিয়ে একা দৌড়ে ডিফেন্স চিরে ঢুকে দুর্দান্ত শটে কাঁপিয়ে দিলেন ওভিয়েদোর জাল। স্কোর লাইন তখন ৩-০।
পরপর দুই হার দিয়ে মৌসুম শুরু করা ওভিয়েদো পরের ম্যাচে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদের। অন্যদিকে রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ আগামী ৩০ আগস্ট, সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের প্রতিপক্ষ মায়োর্কা।
এএল