বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল
বিশ্বকাপ বাছাইয়ের শেষটা ভালো হল না ব্রাজিলের, হার দিয়েই ইতি টেনেছে পাঁচবারের বিশ্বজয়ীরা। হেরে গেছে বলিভিয়ার কাছে, পারেনি উচ্চতার চ্যালেঞ্জ জয় করতে। ব্রাজিলের হয়ে কোচ আনচেলত্তিরও যা প্রথম পরাজয়।
বাংলাদেশ সময় বুধবার সকালে এল আলতোয় ১-০ গোলে জিতেছে বলিভিয়া। এই জয়ে কখনো বিশ্বকাপ না খেলা বলিভিয়া বাঁচিয়ে রাখল আশা। বাছাইয়ে সপ্তম হয়ে জায়গা করে নিয়েছে আন্তমহাদেশীয় প্লে-অফে।
এদিকে এই হারে ৫ নম্বরে থেকেই বিশ্বকাপ বাছাই শেষ করল ব্রাজিল। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮। সাতে শেষ করা বলিভিয়ার পয়েন্ট ১৮ ম্যাচে ২০।
বলিভিয়ার মাঠে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। প্রথমার্ধের পুরোটাজুড়ে খেলার নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের দখলে। ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে একাধিকবার পরীক্ষাও ফেলে তারা।
৪২ শতাংশের কিছু বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৩ শট নেয় বলিভিয়া, এর ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল গোলের জন্য ১০ শট নিয়ে কেবল তিনটি রাখতে পারে লক্ষ্যে।
আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে গোল আদায় করতে পারেনি কেউ। তবে ভাগ্য সহায় হয় স্বাগতিকদের। যোগ করা সময়ে রবের্তো ফের্নান্দেসকে ব্রুনো গিমারাইস ফাউল করায় পেনাল্টি পেয়েছিল স্বাগিতকরা।
ফলে সফল স্পট কিকে বলিভিয়াকে এগিয়ে নেন তেসেরোস। ঠিক দিকে ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বলের জালে যাওয়া ঠেকাতে পারেননি আলিসন। ১-০ তে এগিয়ে বিরতিতে যায় দল।
দ্বিতীয়ার্ধেও প্রথম সুযোগ পায় বলিভিয়া। ৫৪তম মিনিটে দুরূহ কোণ থেকে মোইসেস পানিয়াগওয়ার শট ফেরান আলিসন। ৭১তম মিনিটে রবসন মাতেউসের দূরপাল্লার শট ফিস্ট করে ফেরান।
৮৬তম মিনিটে আলিসনের দারুণ সেভে আর বাড়েনি ব্যবধান। গাব্রিয়েল ভিয়ামিলের দারুণ ক্রসে কার্মেলো আলগারানাসের হেড দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক।