খরচের নতুন রেকর্ড প্রিমিয়ার লিগের
ইউরোপের ক্লাব ফুটবলে দলবদলের সময়সীমা শেষ হয়েছে সোমবার রাতে। এবারের গ্রীষ্মকালীন দলবদলে সর্বকালের সর্বোচ্চ খরচের নতুন রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব নতুন খেলোয়াড় কিনতে খরচ করেছে তিন বিলিয়ন পাউন্ড। তাতেই ভেঙেছে ২০২৩ সালের ২.৩৬ বিলিয়ন পাউন্ডের রেকর্ড।
খরচের খেলায় এবার প্রিমিয়ার লিগের ধারেকাছেও নেই লা লিগা, বুন্দেসলিগা, সিরি-আ লিগ ও ফরাসি লিগ। দলবদলের বাজারে বরাবরই পরিমিত হিসাবে পরিচিত লিভারপুল এবার চেনা ধারা থেকে বেরিয়ে এসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ খরচের রেকর্ড গড়েছে। ইংলিশ চ্যাম্পিয়নরা নিজেদের দল ঢেলে সাজাতে খরচ করেছে ৪০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি। এছাড়া ২০০ মিলিয়ন পাউন্ডের বেশি খরচ করেছে চেলসি, আর্সেনাল, ম্যানইউ ও নিউক্যাসল।
রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও নাপোলির মতো অন্য লিগের ক্লাবগুলো অনেক খেলোয়াড় কিনলেও ব্যয়বহুল সব দলবদল হয়েছে প্রিমিয়ার লিগে। এই গ্রীষ্মেই দুবার ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেছে লিভারপুল। প্রথমে তারা বায়ার লেভারকুজেন থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজকে।