অস্ত্রোপচার সফল হয়েছে সন্দেশের, সমালোচনার জেরে তারকা ফুটবলারের চিকিৎসায় সাহায্য AIFF-এর
কাফা নেশনস কাপে ১ সেপ্টেম্বরের ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে গুরুতর চোট পেয়েছিলেন ভারতের সেন্টার ব্যাক সন্দেশ ঝিঙ্গান। ৩২ বছর বয়সী ডিফেন্ডারকে টুর্নামেন্টের মাঝ পথেই ফিরে আসতে হয় দেশে। চোট এতটাই মারাত্মক ছিল যে, তাঁকে চোয়ালের অস্ত্রোপচার করতে হয়। বৃহস্পতিবার গোয়ায় তাঁর চোয়ালের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তাঁকে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। সেক্ষেত্রে এএফসি-র ম্যাচে তাঁকে পাবে না এফসি গোয়া, যা তাদের জন্য বড় ধাক্কা।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) সন্দেশের চোটের খবর নিশ্চিত করেছে। শুক্রবার এক বিবৃতিতে তারা লিখেছে, ‘সন্দেশের দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। AIFF এবং FC Goa তাঁর পাশে রয়েছে।’
ফেডারেশনের তরফে আরও জানানো হয়েছে, ‘জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে সন্দেশের চোয়াল ভেঙে যায়। বর্তমানে তিনি গোয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর রিহ্যাব এবং সেরে ওঠার প্রতিটি ধাপে নজর রাখা হচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে কেউ চোট পেলে, AIFF সব সময়ে খেলোয়াড় ও সংশ্লিষ্ট ক্লাবের পাশে থাকে।’ এ দিকে এফসি গোয়ার সিইও রবি পুস্করও সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘হ্যাঁ, বৃহস্পতিবার ওর অস্ত্রোপচার সফল ভাবে সম্পন্ন হয়েছে।’
প্রসঙ্গত, কয়েক দিন আগেই শোনা গিয়েছিল, CAFA Nations Cup 2025-এ জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়া সন্দেশের চিকিৎসার খরচ বহন করবে না AIFF। এর জেরে দেশ জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। অবস্থা বেগতিক দেখে নিজেদের অবস্থান পাল্টান ফেডারেশনের কর্তারা। এবং সন্দেশের পাশে দাঁড়ান।
🚨 Statement on Sandesh Jhingan 🔊 #IndianFootball pic.twitter.com/t3iQQxqPiM
তবে সন্দেশের মাঠে ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে। AIFF সূত্রে জানা গিয়েছে, সন্দেশকে অন্তত ছ’মাস থেকে এক বছর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে। এ দিকে চিকিৎসকরা তাঁকে ৪-৬ সপ্তাহের রিহ্যাব নেওয়ার পরামর্শ দিয়েছেন, যার ফলে তিনি এফসি গোয়ার হয়ে AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে খেলতে পারবেন না। শুধু তাই নয়, ভারতের হয়ে সিঙ্গাপুরের বিরুদ্ধে এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ম্যাচেও তাঁর অংশগ্রহণ অনিশ্চিত। হয়তো ২০২৫ সালের বাকি সময়টা মাঠের বাইরেই কাটতে হবে তাঁকে।
তবে সন্দেশ ঝিঙ্গান অস্ত্রোপচারের পর থেকেই একটি নির্দিষ্ট রিকভারি প্রোগ্রাম শুরু করবেন বলে জানা গিয়েছে। বেসিক ফিটনেস বজায় রাখতে তিনি হয়তো কিছু হালকা ব্যক্তিগত অনুশীলন শুরু করে দিতে পারেন, তবে প্রতিযোগিতামূলক খেলায় ফেরা সম্ভব হবে তখনই, যখন মেডিকেল টিম তাঁকে পূর্ণ কনট্যাক্ট ট্রেনিংয়ের জন্য ছাড়পত্র দেবে।