এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে খেলতে নামার আগেই সংবাদ হল বাংলাদেশ শিবিরে। গুরুতর অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ দলের কোচ সাইফুল বারী টিটু।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে বলেছেন, ‘কাল সকাল থেকে টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সেসময় তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর হোটেলে নিয়ে আসা হয়। তবে আজ অবস্থা খারাপ হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এদিকে, আজ সন্ধ্যা ৬ টায় ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে ছাড়াই বাংলাদেশ দল মাঠে নামতে যাচ্ছে। ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ নেই বিধায় কোচ টিটু তাকে প্রথম ম্যাচে বিবেচনায় রাখেননি। এখন টিটু অসুস্থ থাকায় সহকারী কোচ হাসান আল মামুন ডাগ আউটে দাঁড়াবেন। বাংলাদেশ কখনও এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এবার বাছাই থেকে ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে চূড়ান্ত পর্বে খেলবে। বাংলাদেশের বাছাইয়ে গ্রুপে অন্য দুটি দল হলো ইয়েমেন ও সিঙ্গাপুর।