ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে গত বছর রদ্রি ব্যালন ডি’অর জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছিলেন, ‘এই পুরস্কারের আর কোনো গ্রহণযোগ্যতা নেই।’ রোনালদো নিজে সবশেষ ব্যালন ডি’অর জিতেছেন ২০১৭ সালে। ২০২২ সালের পর ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায়ও মনোনয়ন পাননি পর্তুগিজ মহাতারকা।
গত মৌসুমে সৌদি ক্লাব আল নাসরের হয়ে ৩৩ গোল করার পাশাপাশি পর্তুগালের হয়ে উয়েফা নেশন্স লিগ জেতায় এবার বর্ষসেরার লড়াইয়ে মনোনয়ন পাওয়ার আশায় ছিলেন ৪০ বছর বয়সি রোনালদোর। কিন্তু গতবারের মতো এবারও সেরা ত্রিশে জায়গা হয়নি আধুনিক ফুটবলের দুই দিকপাল লিওনেল মেসি ও রোনালদোর। ইউরোপের বাইরের লিগের কেউ মনোনয়ন পাননি।