অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলার আশা শেষ ভারতের,Ei Samay,

৬ গোলে জিতেও স্বপ্নভঙ্গ, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে খেলার আশা শেষ ভারতের

সম্প্রতি CAFA নেশন্স কাপে নজর কেড়েছে ভারতের সিনিয়র ফুটবল দলের লড়াই। নতুন কোচ খালিদ জামিলের অধীনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে ভারতীয় দল। চর্চায় উঠে এসেছে ভারতের মেয়েদের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ টিম। এর মধ্যেই পরের বছর এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। এ বার ভারতের ফুটবলপ্রেমীরা তাকিয়ে ছিলেন অনূর্ধ্ব-২৩ দলের দিকে। কিন্তু ম্যাচে জয় এলেও স্বপ্নভঙ্গ হলো শেষ পর্যন্ত। ব্রুনেইকে ৬-০ গোলে হারালেও অনূর্ধ্ব-২৩ AFC এশিয়ান কাপের মূলপর্বে যোগ্যতা অর্জন করতে পারল না ভারত। সেরা দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে পঞ্চম স্থানে রইল তারা।

কোচ নৌসাদ মুসার কোচিংয়ে বাছাই পর্বে নজর কেড়েছে ভারতের অনূর্ধ্ব-২৩ টিম। এশিয়ান কাপের কোয়ালিফায়ারে গ্রুপ লিগের প্রথম ম্যাচে বাহারিনকে ২–০ হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যচে খারাপ রেফারিংয়ের শিকার হয়ে কাতারের কাছে হারে ১–২ গোলে।

A campaign full of fight, spirit, and heart. 💙🇮🇳 #BlueColts #AFCU23 #IndianFootball ⚽️ pic.twitter.com/k5oHlhRcFe

তৃতীয় ম্যাচে ব্রুনেইকে বড় ব্যবধানে হারানোর লক্ষ্যে নেমে সফল হন পার্থিব গগৈ, মহম্মদ সুহেলরা। ৬-০ গোলে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভিবিন মহানন। বাকি দু’টি গোল মহম্মদ আইমেন ও একটি আয়ুষ ছেত্রীর। ত্রিচূড়ের ছেলে ভিবিন খেলেন কেরালা ব্লাস্টার্সে।

এই ম্যাচে জিতলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে ছিল ভারত। তাই অন্য গ্রুপের ম্যাচের উপর নির্ভরশীল ছিল ভারতের মূলপর্বে ওঠার ভাগ্য। মোট ১১টি গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি কোয়ালিফাই করেছে মূলপর্বে।

#BlueColts bury six past Brunei Darussalam, but suffer heart-break in #AFCU23 Asian Cup Qualifiers 💔

Read match report 🔗 https://t.co/dLBi75Y10G #INDBRU #IndianFootball ⚽️ pic.twitter.com/GyIldrgvZ3

তবে সেরা চার দ্বিতীয় স্থানাধিকারী দলও যাওয়ার সুযোগ পাবে মূলপর্বে। কিন্তু সেখানেও ভাগ্য খারাপ ভারতের। সেরা গ্রুপ রানার্স-আপ দলগুলির মধ্যে পঞ্চম স্থানে শেষ করল ভারত। তবে ভারতের ছোটদের এই লড়াই মন জিতেছে ফুটবলপ্রেমীদের।