কী হবে নতুন MRA-তে?,Ei Samay

‘ক্লোজড লিগ’ করা যাবে না ISL-কে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ আইলিগের ১০ ক্লাব

ISL-এর ভবিষ্যৎ ও MRA নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে AIFF ও FSDL-কে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে নিজেরা আলোচনা করে জানাক MRA-র ব্যাপারে। ২৮ তারিখের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দু’পক্ষকে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে চলেছে আইলিগের ১০ ক্লাব। ISL-এ প্রোমোশন, রেলিগেশন রাখার দাবি জানাল তারা। না রাখা হলে ভারতীয় ফুটবলে প্রতিযোগিতা থাকবে না বলেও দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও সমর বনসলের কাছে তারা আবেদন করেছে শীর্ষ আদালতে তাদের দাবি তুলে ধরতে।

ISL নিয়ে সমস্যা কী কী?

চলতি বছর ডিসেম্বর মাসে শেষ হবে AIFF ও FSDL-এর মধ্যে থাকা মাস্টার রাইস এগ্রিমেন্ট বা MRA। দুই পক্ষই আগে থেকে চুক্তি নবীকরণ করতে চায়। কিন্তু FSDL-এর দেওয়া শর্ত মানেনি AIFF। ফলে বিষয়টা যায় সুপ্রিম কোর্টে। গত ২২ অগস্ট, সুপ্রিম কোর্টের বিচারপতি শ্রী নরসিমহা ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায় দু’পক্ষকেই বসে আলোচনা করে MRA নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এই MRA সমস্যার জন্য ISL অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখে FSDL। যার ফলে একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি তাদের দৈনিক কাজ স্থগিত করে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে দ্রুত এই সমস্যার সমাধান হবে।

ileague clubs to supreme court of india

আইলিগ ক্লাবগুলো কী দাবি করছে?

FSDL-এ নতুন MRA নিয়ে যেই প্রস্তাব দিয়েছিল তাতে বলা ছিল আগামী ১০ বছর কোনও প্রোমোশন ও রেলিগেশন থাকবে না ISL-এ। আইলিগের ১০ ক্লাব জানিয়েছে, নতুন MRA-তে ISL-এ প্রোমোশন ও রেলিগেশন চালু করা হোক, সেটা না হলে ISL ক্লোজ় লিগ হবে। ISL-এ প্রোমোশন থাকলেও রেলিগেশন নেই। গত কয়েক বছরে ISL-এ চারটে নতুন দল যোগ হয়েছে। এরমধ্যে ইস্টবেঙ্গল ফ্র্যাঞ্চাইজ়ি ফি দিয়ে ISL খেলছে ও মোহনবাগান ATK-র সঙ্গে মার্জ হয়ে খেলছে। মহামেডান, পাঞ্জাব এফসি অবশ্য আইলিগ জিতে ISL-এ প্রবেশ করেছে। যদি নতুন MRA-তে প্রোমোশন বা রেলিগেশন না থাকে তা হলে আইলিগ জয়ী দলগুলো সুযোগ পাবে না ISL খেলার। ক্লাবগুলোর দাবি, এটা যদি হয়, তা হলে ভারতীয় ফুটবলে প্রতিযোগিতা থাকবে না এবং প্লেয়ার ও যুক্ত ব্যক্তিরা লড়াই করার মনোবল পাবেন না।

ileague clubs to supreme court of india

কোন কোন ক্লাব আবেদন করেছে?

আইজ়ল এফসি, নামধারী এফসি, রাজস্থান ইউনাইটেড, ডেম্পো এসসি, গোকুলাম কেরালা, রিয়াল কাশ্মীর, শ্রীনিধি ডেকান, শিলং লাজং, ডায়মন্ড হারবার এফসি ও চানমারি এফসি। উল্লেখ্য, ডায়মন্ড হারবার ও চানমারি আইলিগ টু থেকে এ বার আইলিগে প্রবেশ করেছে। গতবারের চ্যাম্পিয়ন ইন্টার কাশী ও রানার্স আপ চার্চিল ব্রাদার্স আবেদন থেকে নিজেদের দূরে রেখেছে।

ক্লাবগুলো জানিয়েছে, আইলিগের সঙ্গে যুক্তরা ISL-এ প্রবেশ করতে না পারলে সেটার সঙ্গে যুক্ত প্লেয়ার, স্টাফ ও সমর্থকরা মনোবল হারাবেন।