বার্সার গোল উৎসবে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া, জয় ফিরল ফ্লিকের |সংগৃহীত

বার্সার গোল উৎসবে বিধ্বস্ত ভ্যালেন্সিয়া, জয় ফিরল ফ্লিকের

লা লিগায় দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠে গোল উৎসব করেছে বার্সেলোনা। ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গতকাল রোববার রাতে আয়োজিত ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান শিরোপাধারীরা।

৭২ শতাংশ বল দখলে রেখে বার্সা ম্যাচে নেয় ২৪টি শট, যার ১০টি লক্ষ্যে। বিপরীতে ভ্যালেন্সিয়া শট নেয় মাত্র ২টি। ম্যাচের ২৯তম মিনিটে ফেররান তরেসের পাস থেকে ডান পায়ের শটে গোল করে দলকে এগিয়ে নেন স্প্যানিশ মিডফিল্ডার লোপেস।

বিরতির পর ৫৩ থেকে ৫৬ মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান বাড়ান রাফিনিয়া ও লোপেস। রাফিনিয়া দ্বিতীয় গোলটি করেন ৬৬তম মিনিটে।

এরপর বদলি হিসেবে মাঠে নামেন লেভানডফস্কি। ৫-০ ব্যবধানের গোলটি করেন ওলমোর পাস থেকে। নির্ধারিত সময়ের চার মিনিট আগে মার্ক বের্নালের পাসে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ, ১২ পয়েন্ট নিয়ে।