EURO ২০২৪-এ ইতালি দলের ট্র্যাভেল পোষাক,Ei Samay,এম্পোরো আর্মানির ডিজ়াইন করা পোশাকে ইতালি দল

ইতালি ফুটবলের ‘লাকি চার্ম’, ফুটবল ফ্যাশনেও ছিল আর্মানির ছোঁয়া

ফ্যাশন দুনিয়ায় নক্ষত্রপতন। বৃহষ্পতিবার ৯১ বছর বয়সে ইতালির মিলানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জর্জিও আর্মানি। তাঁর ছোঁয়ায় ফ্যাশন দুনিয়ায় যেমন বদল এসেছে, তেমনই বদল এসেছে ফুটবলের ফ্যাশনেও। যারমধ্যে অন্যতম হচ্ছে ইতালি জাতীয় দল। লম্বা সময় ধরে ইতালি দলের সঙ্গে চুক্তি ছিল জর্জিও আর্মানির সংস্থা এম্পোরো আর্মানির।

ইতালির জাতীয় ফুটবল দল এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও বরাবরই তাদের ফ্যাশন ছিল আলোচনার শীর্ষে। ফুটবল ময়দানে একটা কথা প্রচলিত রয়েছে, ইতালি দল সবসময় ফিটফাট হয়ে খেলতে যায়। আর এটা করতে তারা সাহায্য নিয়েছিল জর্জিও আর্মানির সংস্থার।

সময়টা ছিল ২০২৪ সালের ইউরোর। সেই বছর ইউরো কাপ আয়োজন করে জার্মানি। ইতালি দল সেই ইউরো কাপের ম্যাচ খেলতে ভ্রমণ করার জন্য পোশাক পরে আর্মানির ডিজ়াইন করা। নীল রংয়ের ব্লেজ়ারে ছিল দুটো বোতাম। পিঠে লেখা ছিল ‘Italia’. সঙ্গে ছিল ডেনিম ট্রাউজ়ার ও লাইট ব্লু শার্ট। জ্যাকেটটা সেলাই করা হয়েছিল ১৯২৮ সালে ইতালির জাতীয় দলের পরা পোশাক থেকে অনুপ্রেরণা নিয়ে। নীল রংটা বাছা হয়েছিল ইতালি দলের পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে।

giorgio armani italy football

তবে এটা শুধু ইতালির সিনিয়র পুরুষ দলের পোশাক নিয়ে চুক্তি ছিল না। ২০১৯ সালে আর্মানির সঙ্গে ইতালির জাতীয় দলের সঙ্গে যেই চুক্তি হয়েছিল সেটা ছিল চার বছরের। যেখানে ছিল ইতালির সিনিয়র দল, অনূর্ধ্ব ২১ দল ও মেয়েদের জাতীয় দল। তবে ইতালির পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ফুটবল দলের জার্সিও ডিজ়াইন করেছিল আর্মানি।

ইতালি ফুটবলের সঙ্গে যুক্তরা মনে করত এম্পোরো আর্মানির ফর্ম্যাল পোশাক ছিল ইতালি জাতীয় ফুটবল দলের কাছে শুভ। কিন্তু ২০২২ সালের বিশ্বকাপে ইতালি দল যোগ্যতা অর্জন করতে না পারায় সেই ধারণা অবশ্য ভেঙে যায়।