ম্যাচ ছাড়ল সাদার্ন সমিতি, সুপার সিক্সে ভবানীপুর।

ম্যাচের আগে নাম তুলল IFA-এর ভাইস প্রেসিডেন্টের টিম, CFL-এর সুপার সিক্সে ডায়মন্ড হারবার

কলকাতা লিগটা কি এখন প্রহসনে পরিণত হয়েছে? তা না হলে IFA-র ভাইস প্রেসিডেন্টের দলই কিনা লিগের ম্যাচের আগের দিন নাম তুলে নেয়! শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে লিগের ম্যাচ ছিল সাদার্ন সমিতির। সেই ম্যাচের আগেই হঠাৎ করে নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সাদার্ন।

আইএফএ-র তরফে সচিব অনির্বান দত্ত একটি ই-মেল করে ডায়মন্ড হারবারকে এই খবর জানিয়ে দেন। সেখানে শুধু লেখা, ‘সাদার্ন সমিতির তরফে আমাদের জানানো হয়েছে, তারা ৫ সেপ্টেম্বর ডায়মন্ড হারবারের বিরুদ্ধে দল নামাতে পারবে না।’ কেন দল নামাচ্ছে না সার্দান, এই প্রসঙ্গে জানার জন্য টিমের কর্তা সৌরভ পালকে ফোনে চেষ্টা করা হলেও, তাঁর ফোন বন্ধ ছিল। এমনিতে সাদার্নের সুপার সিক্সে যাওয়ার কোনও সম্ভাবনা ছিল না। শোনা যাচ্ছে, লিগ শেষ হওয়ার আগেই তারা বেশ কয়েক জন ফুটবলারকে ইতিমধ্যে ছেড়েও দিয়েছে।

Diamond Harbour FC at CFL Super Six

এ দিকে সাদার্ন নাম তুলে নেওয়ায়, লাভবান হলো ডায়মন্ড হারবার। তারা ম্যাচটি ওয়াকওভার পেয়ে গেল। এর ফলে লিগ পর্বের শেষ ম্যাচ না খেলেই সুপার সিক্সে পৌঁছে গেল ডায়মন্ড হারবার। শুক্রবার অবশ্য সাদার্নের সঙ্গে ড্র করলেই সুপার সিক্স নিশ্চিত হয়ে যেত কিবু ভিকুনার দলের। কিন্তু হারলে তারা চাপে পড়ত। এখন আর সেই চাপ থাকল না।

Diamond Harbour FC at CFL Super Six

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে হাসতে হাসতে সুপার সিক্সে উঠে পড়ল ডায়মন্ড হারবার এফসি। এ দিকে ডায়মন্ড হারবার সুপার সিক্সে ওঠায়, ছিটকে গেল মোহনবাগান সচিব সৃঞ্জয় বসুর দল ভবানীপুর। ভবানীপুরের আবার ১২ ম্যাচে ২২ পয়েন্ট। ডায়মন্ড হারবার শেষ ম্যাচে হেরে গেলে গোল পার্থক্যের বিচারে ভবানীপুর পরের রাউন্ডে চলে যেত।

প্রসঙ্গত, ডায়মন্ড হারবার কিন্তু এই মরশুমে বেশ ভালো ছন্দেই রয়েছে। তারা এই বছর ডুরান্ড কাপে অভিষেকেই ফাইনালে উঠেছিল, জামশেদপুর এফসি, ইস্টবেঙ্গলের মতো টিমকে হারিয়ে। ফাইনালে অবশ্য নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায়।