৪৫ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন

৪৫ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১৮০৭ জন

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৮০৭ জন উত্তীর্ণ হয়েছেন।

গতকাল বুধবার রাতে পিএসসি এক বিজ্ঞপ্তিতে এ ফল ঘোষণা করে। ফল পিএসসির ওয়েবসাইটে মিলবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা ২০১৪ এর বিধি ১৭ এর বিধান ও ক্ষমতাবলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করল।

৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২ এর বিভিন্ন ক্যাডারের মোট দুই হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৮০৭টি পদে নিয়োগের লক্ষ্যে সুপারিশ করার জন্য বাংলাদেশ সরকারি কমিশন প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দিল।