ছবি : সংগৃহীত

২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

চাঁদপুরবাসীর জন্য দারুণ খবর। জেলার সিভিল সার্জনের কার্যালয় বিশাল জনবল নিচ্ছে। কার্যালয়টির অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ৫টি পদে ২১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

চলুন, একনজরে দেখে নিই চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৫

প্রতিষ্ঠানের নাম : সিভিল সার্জনের কার্যালয়, চাঁদপুর

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

কর্মস্থল : চাঁদপুর

বয়স : ১২ আগস্ট ২০২৫ তারিখে ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ১ সেপ্টেম্বর-২০২৫

সূত্র : প্রতিষ্ঠানটির ওয়েবসাইট