থানা শিক্ষা অফিসার নিয়োগের এমসিকিউ পরীক্ষা পেছাল
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে পরিবর্তন করা হয়েছে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার (১০ম গ্রেড) পদের এমসিকিউ পরীক্ষার তারিখ।
আগামী ৬ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেদিন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে। এজন্য পরীক্ষা পিছিয়ে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় কোটায় পূরণযোগ্য এই পদের জন্য এমসিকিউ ধরনের বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার পুনঃনির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী আসন বিন্যাস ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই দৈনিক পত্রিকা ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।