প্রতিটি মানুষ পড়াশোনারত অবস্থায় ভালো ক্যারিয়ার প্রত্যাশা করেন। বিভিন্নজনের উপদেশ শুনে ক্যারিয়ার ভাবনা প্রভাবিত হয়ে থাকে। কেউ কেউতো ভুল সিদ্ধান্ত নেয়। হয়তো তার মেয়ে ডাক্তার পেশায় গেলে ভালো করতো, পরিবারের চাপে সে ইঞ্জিনিয়ারিং পড়তে বাধ্য হয়। যে মেয়ে ইঞ্জিনিয়ার হিসাবে সাফল্য পেতো, সে মনের ইচ্ছার বিরুদ্ধে ডাক্তার হয়। ভারসাম্য রেখে নিজেদের জন্য ক্যারিয়ার বাছাই করা অনেকের ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। কীভাবে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা যায়, চলুন জেনে নেওয়া যাক-
নিজেকে মূল্যায়ন করতে শিখুন
কোন কাজের জন্য আপনার মনোবল কতটুকু বা আপনার ব্যক্তিত্বের সাথে কেমন কাজ ভালো যায়, সে সম্পর্কে ধারণা রাখুন। ধরুন আপনি যদি কম কথা বলতে পছন্দ করেন বা মানুষের সাথে যোগাযোগ কম রাখতে চান, তাহলে পাবলিক রিলেশনস অফিসারের কাজ আপনার জন্য যথোপযুক্ত হবে না।
আগ্রহ-ইচ্ছাকে প্রাধান্য দেওয়া
যে কাজ করলে আপনার মনের আনন্দ হয়, যে কাজ করতে আপনি উত্সাহ পান, সে কাজকে নিজের ক্যারিয়ার বানানোর চেয়ে আনন্দের কিছু নেই।
দক্ষতা ও সচেতনতা
আপনার হয়তো অনেক কিছু ভালো লাগে। কিন্তু এর মধ্যে কোন কাজের জন্য আপনি দক্ষ, সেটি নিয়ে ভাবুন।
পছন্দের কাজের পরিবেশ জানাতে হবে
ক্যারিয়ার বাছাই করার আগে নিজের পছন্দের কাজের পরিবেশ নিয়ে ভাবুন।
কাজের সুযোগ
আমরা কাজে যুক্ত হওয়ার আগে কর্মক্ষেত্রে সুযোগ সম্পর্কে খোঁজ না নেওয়া। আপনি যেখানে কাজ করতে চাইছেন, সে কাজের ভবিষ্যৎ চাহিদা আছে কি না, তা যাচাই-বাছাই করুন।
আমাদের দেশে যে পরিমাণ বিবিএর শিক্ষার্থী রয়েছে, বাস্তবে এর চাহিদা তার চেয়ে কম। অন্যদিকে দক্ষ লোক না থাকায় দেশের ঔষধ কোম্পানিগুলো বিদেশ থেকে মাইক্রোবায়োলজিস্ট এনে চাহিদা মিটাচ্ছে।
লাইফস্টাইল নির্ধারণ করুন
আপনার ক্যারিয়ার বাছাইয়ের সময় অবশ্যই মাথায় রাখবেন লাইফস্টাইলের ওপর কাজের প্রভাব রয়েছে কি না। আর্থিক সঙ্গতির ব্যাপারেও খেয়াল রাখুন।
ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা
যদি আপনি কোন একটি পেশাকে নিজের জন্য উপযুক্ত ধরে নিলেন। এ পেশায় আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান? এটি নিয়ে একবার ভাবুন। আপনার স্বপ্নপূরণ আর বাস্তবতার মাঝে বাধাগুলো দূর করার জন্য কী কী করতে হবে, তা ঠিক করুন।
আত্মবিশ্বাস রাখুন
আপনি যে ক্যারিয়ারই বাছাই করুন না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আত্মবিশ্বাস। অনেক সময় আমরা এমন অনেক পেশায় ঝুঁকে পড়ি, যেগুলোতে আমাদের আগ্রহ ও ভালোলাগা থাকলেও পরিবারের সমর্থন থাকে না কিংবা আমাদের সমাজের প্রচলিত ধ্যানধারণার সাথে খাপ খায় না। আপনি যদি যথেষ্ট আত্মবিশ্বাসী হন, তাহলে দৃঢ় মনোবল নিয়ে সে ক্যারিয়ারে সাফল্য নিশ্চিত করতে পারেন।
ধৈর্যসহকারে পরিশ্রম করুন, সৃজনশীল হওয়ার চেষ্টা করুন। চেষ্টা করুন নতুন কিছু সৃষ্টি করার। তাহলেই দেখবেন যে চিন্তাভাবনা করে যে ক্যারিয়ারটি বাছাই করেছিলেন, সেটিই আপনার জন্য সুন্দর একটি জীবন নিশ্চিত করছে।
এএটি