ছবি: সংগৃহীত

শহীদ শিল্পী গোষ্ঠীতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ

দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান শহীদ শিল্পী গোষ্ঠীতে মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: শহীদ শিল্পী গোষ্ঠী।
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/স্নাতক অথবা সমমান।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
বেতন: ১০,০০০টাকা।
চাকরির ধরন: স্কুল ভিজিট ও অন্যান্য
সময়: সকাল ৮টা-থেকে দুপুর ২টা।
প্রার্থীর: নারী-পুরুষ।
বয়স: নির্ধারিত নয়।
সাপ্তাহিক ছুটি: শুক্র ও শনিবার।
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণ হোয়াটসআপ/ইমেইল-এ সিভি পাঠাতে পারবেন।
ঠিকানা: বাড়ি: ২১. রোড: ০৩, ব্লক: ডি. বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
০১৭১৬-৯০৭৬৩০ (হোয়াটসআপ)০১৮০৬-৬৪৭৪০০।
ইমেইল: shahidshilpigosty@gmail.com