শুধু তেল মাখলেই চুল লম্বা হয় না, হবেও না! চাই বিশেষ কিছু উপকরণ, যা ব্যবহার করলে চুল বৃদ্ধি পাবে। তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এমন কিছু উপাদান, যা চুল দিন দিন বৃদ্ধি পাবে। তাই চুল নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। চুল ঝরেপড়া, খুশকি থেকে শুরু করে আরও অনেক কিছুরই সমাধান আছে।
যদিও নানাজনের নানা সমস্যা রয়েছে। চুল ভালো রাখতে এবং মাথার ত্বকে পুষ্টি জোগাতে অনেকেই ভালো করে তেল মালিশ করে থাকেন। তবে সবসময় যে শুধু তেল মেখে কাজ হয়, তা কিন্তু নয়। চুলে চাই বাড়তি পুষ্টি। সে জন্য চুলের যত্নে নারিকেল তেল নিঃসন্দেহে বড় উপকারী। তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে এমন কিছু উপাদান, যা আপনার চুল বৃদ্ধি করবে।
জেনে নেওয়া যাক, কোন উপকরণ মিশিয়ে আপনার চুল বৃদ্ধি করবেন—
পেঁয়াজের রস
চুল বৃদ্ধিতে পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার। শুধু পেঁয়াজের রস না মেখে, নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। পেঁয়াজের রসে থাকা সালফার চুলের জন্য কেরাটিন বাড়াতে সাহায্য করে। এই টোটকায় চুল ঝরেপড়া রোধ করে। সেই সঙ্গে নতুন চুল গজাতেও সাহায্য করে।
মেথি
চুলে নারিকেল তেলের সঙ্গে মেথি ব্যবহার করুন। কারণ মেথিতে রয়েছে প্রোটিন, আয়রন, নিকোটিনিক অ্যাসিড, যা চুল মসৃণ ও কোমল করতে এবং চুল লম্বা করতেও মেথির জুড়ি মেলা ভার। আর মেথির দানা গুঁড়ো করে নারিকেল তেলে মিশিয়ে মাখতে পারেন। আবার মেথির দানা পানিতে ভিজিয়ে নারিকেল তেলের সঙ্গে মিশিয়েও চুলে ব্যবহার করতে পারেন, তাতে বড় উপকার পাবেন।
ক্যাস্টর অয়েল
মাথায় নতুন চুল বৃদ্ধিতে ক্যাস্টর অয়েলের কোনো বিকল্প নেই। কারণ ক্যাস্টর অয়েলে রাইসিনোলিয়েক অ্যাসিড থাকে। এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিযাস উপাদান মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। সে কারণে নারিকেল তেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাসাজ করলে চুলের গোড়া মজবুত হয়, সেই সঙ্গে চুল বৃদ্ধি পায়।
কারিপাতা
কারিপাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, প্রোটিনের মতো উপাদান, যা আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে থাকে। এ ছাড়া রুক্ষ চুল, ডগা ফাটার মতো সমস্যা দূর হবে কারিপাতার গুণে। তবে শুধু কারিপাতা মাখলে চলবে না। নারকেল তেলে কারিপাতা ফুটিয়ে মাখতে হবে। তা হলে অনেক উপকার পাওয়া যাবে।