
রঙিন গয়নার আড্ডাঘর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র দোয়েল চত্বর, চারুকলার সামনে কিংবা বাংলা একাডেমি প্রাঙ্গণ এলাকাগুলো শুধু শিক্ষার্থীদের আড্ডা বা সংস্কৃতিচর্চার স্থান নয়, বরং তরুণীদের কাছে কম দামে বৈচিত্র্যময় গয়না কেনার এক জনপ্রিয় ঠিকানাও। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুটপাতজুড়ে সাজানো থাকে নানা রঙের পুঁতি, তামা, মাটি ও পাথরের গয়না, যার চোখ ধাঁধানো ডিজাইন মেয়েদের আকৃষ্ট করে।১৬ সেপ্টেম্বর, ২০২৫