দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, প্রয়োজনের তুলনায় বেশি প্রাপ্তির আশায় মানুষকে প্যাঁচে ফেলে যারা দুর্নীতি করেছে, তাদের লজ্জা হওয়া উচিত।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা মাঝে মাঝে এসি রুমে বসে ভুলে যান সেবাগ্রহীতা যারা, তারা রাষ্ট্রের মালিক। তাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়।
‘ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’-প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) শেরপুরে প্রকাশ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।