গাজীপুরের টঙ্গীতে সোমবার একটি রাসায়নিকের গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়ার একদিন পর মঙ্গলবার বিকালে জাতীয় বার্ন ইউনটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শামীম। তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের পাশাপাশি গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার ও প্রতিবেশীরা বলেন, এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র ভরসা হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা, একমাত্র বোন, বড় ভাই ও ভাবি। তাদের আহাজারিতে আশপাশের লোকজনও চোখের পানি ধরে রাখতে পারছেন না।
শামীম আহমেদ উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের প্রয়াত আবদুল হামিদের ছেলে।