বিলে পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে ২ শিশুর মৃত্যু
শেরপুরের একটি বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ফাহিমা আক্তার নুন (৯) ও জেমি (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকালে সদর উপজেলার গাজিরখামার চকপাড়া এলাকার বলেশ্বর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমা উপজেলার চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে এবং জেমি একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনরা জানান, সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। এদিকে দীর্ঘ সময় ধরে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিলের মাঝখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে শিশু দুটি শাপলা ফুল তুলতে গিয়ে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।