দুর্গাপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

দুর্গাপুরে বিএনপির ২ নেতা বহিষ্কার

নেত্রকোনার দুর্গাপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতিকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ফারুক হাসান এবং উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আনিসুর রহমান (বুরুজ) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি উজ্জল সরকারকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো প্রকার দায়দায়িত্ব দল নিবে না বলে দলের অন্য নেতাকর্মীদের, বহিষ্কৃত নেতাকমীদের সঙ্গে সাংগঠনিক কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়।