ময়মনসিংহ জামায়াতের সাবেক আমীর জসিম উদ্দিনের পদ স্থগিত

ময়মনসিংহ জামায়াতের সাবেক আমীর জসিম উদ্দিনের পদ স্থগিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত (সদস্য) পদ স্থগিত করা হয়েছে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ময়মনসিংহ জেলা বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি ইসলামী মাওলানা মোজাম্মেল হক আকন্দ এক বিবৃতিতে এতথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক জসিম উদ্দিনের বর্তমান সামগ্রিক কর্মকাণ্ডের কারণে গঠনতন্ত্রের ধারা ৬২ এর উপধারা ২(ক) ও (খ) লঙ্ঘিত হয়েছে মর্মে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর হতে অদ্যবদি পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠীর উর্দ্ধে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে।

আগামীতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন থাকবে।