৫০ শয্যাবিশিষ্ট নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

পুকুরে ভাসছিল লাবিবের নিথর দেহ

শেরপুরের নকলা উপজেলায় পুকুরে ডুবে লাবিব নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াভাগ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শিশু লাবিব (৩) নয়াবাড়ি এলাকার মো. হৃদয় মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু লাবিব কয়েক দিন আগে পোয়াভাগ গ্রামে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। দুপুরের দিকে পরিবারের সদস্যরা লাবিবকে খুঁজে পাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর পরিবারের লোকজন তাকে পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইয়ামুন নাহার সুরভী বলেন, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।