কলমাকান্দায় টিসিবি কার্ডেও মিলছে না পণ্য

কলমাকান্দায় টিসিবি কার্ডেও মিলছে না পণ্য

কলমাকান্দায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্ডধারী তিন শতাধিক ব্যক্তি পণ্য কিনতে না পেরে হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। এতে করে বঞ্চিত এসব মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

টিসিবির ডিলারের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় তারা পণ্য বিক্রি করতে পারছেন না। যতটুকু বরাদ্দ পাওয়া গেছে সে অনুযায়ী বিক্রি করা হয়েছে।

কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের জন্য ২ হাজার ৬৩৫টি টিসিবি ফ্যামিলি কার্ড বরাদ্ধ রয়েছে। সম্প্রতি এই তালিকায় নতুন করে আরও ২৬১ জনকে যোগ করায় সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৮৯৬ জনে।

গত সোমবার থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই পণ্য বিক্রি শুরু হয়। কিন্তু বৃহস্পতিবার বিকাল পর্যন্ত টিসিবির পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরছেন অন্তত ৩০৫ জন। বৈধকার্ড থাকা সত্ত্বেও পণ্য না পাওয়ায় বঞ্চিত এসব মানুষের মাঝে ক্ষোভের সঞ্চার হচ্ছে।

কার্ডধারী আবুল মিয়া বলেন, বৃহস্পতিবার সকাল থেকে লম্বা লাইনে চার ঘণ্টা অপেক্ষা করি। পরে ডিলার বলেন মাল নেই। নিরুপায় হয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। আমার বৈধ কার্ড আছে এরপরেও আমাকে মাল দেয়নি।

ইউপি সচিব জানিয়েছেন ইউএনও স্যারের নির্দেশে নাকি নতুন ২৬১ জনের নাম সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমরা নতুনদের জন্য এখনো বরাদ্দ পাই নাই তাহলে কীভাবে আমরা দেব। একারণেই অনেকেই পণ্য পাননি।